বঙ্গবার্তা ব্যুরো,
দিন অপরিবর্তিত থাকলেও স্থান এবং সময় বদলালো রাজ্য মন্ত্রিসভার বৈঠকের। আগে ঠিক ছিল বৃহস্পতিবার অর্থাৎ ১৩ই মার্চ, দুপুর তিনটেতে রাজ্য বিধানসভায় বসবে মন্ত্রীসভার বৈঠক। অবশেষে সেই সূচিতে বদল করা হলো । ঐদিন দুপুর তিনটের বদলে বিকেল পাঁচটায় মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে নবান্নে। আগে ঠিক ছিল ওইদিন বিধানসভায় এসে বিধানসভার আলোচনায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী। রাজ্য বিধানসভায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকও রয়েছে বৃহস্পতিবার।
সূচি বদল, বৃহস্পতিবার নবান্নেই রাজ্য মন্ত্রীসভার বৈঠক
