সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক স্কুলে পদপিষ্ট হয়ে ২৯ শিক্ষার্থীর মৃত্যু
বঙ্গবার্তা ব্যুরো,
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী বাঙ্গুইয়ের একটি স্কুলে পদপিষ্ট হয়ে ২৯ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, আহত অন্তত ২৮০। বুধবার রাজধানী বাঙ্গুইয়ের একটি স্কুলে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। বিবিসি সূত্রের খবর, বুধবার উচ্চ মাধ্যমিক সমাপনী পরীক্ষার দ্বিতীয় দিনে শহরের লাইসেই বারথেলেমি বোগান্ডা স্কুলে প্রায় ছয় হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এইসময় স্কুল ভবনের গ্রাউন্ডে একটি বিদ্যুৎ ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে।
স্থানীয় রেডিও এনডেকে লুকার বরাতে জানিয়েছে, বিস্ফোরণের শব্দ ও ধোঁয়ার কারণে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি শুরু হয়, আর তখনি পদপিষ্ট হয়ে অনেকে মারা গেছে। দুর্ঘটনার পরপরই প্রেসিডেন্ট ফোস্টিন-আর্কাঞ্জ টোয়াদেরা জাতীয় শোক ঘোষণা করেছেন। নিহত শিক্ষার্থীদের প্রতি শোক জানিয়ে তিনি আহতদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশ দেন।
শিক্ষামন্ত্রী অরেলিয়াঁ সিমপ্লিস কংবেলেত জিমগাস এক বিবৃতিতে বলেন, এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক। নিহতদের পরিবারকে গভীর শোক ও সমবেদনা জানিয়ে, আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, পরবর্তী সব পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
এক শিক্ষার্থী জানিয়েছেন তিনি বুঝতেই পারেননি কী ঘটেগেল। পরীক্ষা দিচ্ছিলাম, হঠাৎ বিকট শব্দ শুনে মাথা ঝিমঝিম করে ওঠে, তারপর থেকে পেলভিকে তীব্র ব্যথা অনুভব করছি।
রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনালকে এক আহত শিক্ষার্থী বলেন, বিস্ফোরণের সময় ইতিহাস ও ভূগোল পরীক্ষা চলছিল। আমরা জীবন বাঁচাতে দৌড়াতে গিয়ে মৃত্যু ডেকে এনেছি। কারণ সবাই একসঙ্গে বেরোতে চাইছিল, কিন্তু দরজাটা ছিল ছোট।
এ ঘটনায় সমবেদনা জানিয়ে, তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন রাষ্ট্রপতি ফস্টিন আর্চেঞ্জ তোয়াদেরা। দলের ফেসবুক পেজে এক ভিডিওতে তিনি বলেন, মৃতদের স্বজন, শিক্ষাকর্মী এবং শিক্ষার্থীদের প্রতি সংহতি এবং সমবেদনা প্রকাশ করেন।