বঙ্গবার্তা ব্যুরো,
সোমবার থেকেই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা।এবছর জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছেন ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থী।পর্ষদ সূত্রে জানা গিয়েছে, এই বছর অর্থাৎ ২০২৫ এ ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। এর মধ্যে ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ ছাত্র, ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন ছাত্রী।ইতিমধ্যে সকল মাধ্যমিক পরীক্ষার্থীকে তাদের সর্বোচ্চ সাফল্য কামনা করে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সকলের ভবিষ্যৎ আলোকময় হয়ে উঠুক বলে জানিয়েছেন তিনি।
ইতিমধ্যে নবান্ন থেকে সমস্ত জেলার সঙ্গে বৈঠক সেরেছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। গত কয়েক বছর প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক ইস্যু সামনে আসায় এবছর সুষ্টু ভাবে পরীক্ষা করাতে মরিয়া মধ্যশিক্ষা পর্ষদ। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে,কড়া হাতে পুরো পরিস্থিতি মোকাবিলা করা হবে বলেও জানানো হয়েছে পর্ষদের পক্ষ থেকে। কোনও স্মার্ট গ্যাজেট নিয়ে ধরা পড়লেই সঙ্গে সঙ্গে পরীক্ষা বাতিল করা হবে। বিশেষ নজর রাখা হবে টয়লেটেও। এছাড়াও পর্ষদের টিম সমস্ত স্কুলে স্কুলে ঘুরবে বলেও জানানো হয়েছে।
মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে দ্রুত পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারেন, সে কারণে বিশেষ বাস পরিষেবা দেওয়া হচ্ছে পরিবহণ নিগমের তরফে।তবে পরীক্ষা চলাকালীন কলকাতা মেট্রোরেল নেটওয়ার্কে সিগন্যালিংয়ের কাজের জন্য যেহেতু পুরো গ্রিন লাইন বন্ধ রাখবে, তাই এই বিষয়টি কিছুটা হলেও চিন্তার ছাপ ফেলেছে অভিভাবকদের কপালে । সেই চিন্তা দূর করতেই পরীক্ষার্থীদের কথা ভেবেই পরীক্ষার দিনগুলোয় পরিবহণ দপ্তরের সমস্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। সরকারি-বেসরকারি বাস, অটো, টোটো, ট্যাক্সি, ক্যাব সব কিছুরই দেখা মিলবে বলে জানানো হয়েছে পরিবহণ দপ্তরের তরফে।
অন্যদিকে পরীক্ষার দিনগুলোয় সকাল ৬টা থেকে ১০টা এবং দুপুর দু’টো থেকে পাঁচটা পর্যন্ত রাস্তায় চলবে পরীক্ষা স্পেশাল বাস।অ্যা ডমিড কার্ড সহ অভিভাবক এবং পরীক্ষার্থীরা তাতে উঠতে পারবেন।তবে বাসে জায়গা থাকলে সাধারণ যাত্রীরাও উঠতে পারবেন সেই বাসে।পাশাপাশি খোলা থাকবে কন্ট্রোলরুমও। কেউ পরীক্ষাকেন্দ্রে পৌঁছোতে সমস্যায় পড়লে কন্ট্রোলরুমে ফোন করতে পারবেন। সেই নম্বর হল ০৩৩-২২৩৬০৪৬২, ০৪৬৩। আছে দুটি জরুরি ফোন নম্বর – ৮৬৯৭৭৩৩৩৯১/৯২৷ অন্যদিকে, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অতিরিক্ত বাস চালানো হবে বলে জানা গিয়েছে । উত্তরবঙ্গ জুড়ে ৫১টি বাড়তি বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার শুরু মাধ্যমিক, সুষ্টু ভাবে পরীক্ষা করাতে সতর্ক পর্ষদ, চলবে স্পেশাল বাস
