বঙ্গবার্তা ব্যুরো,
ব্রিজটাউন টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার থেকে ১০ রানে এগিয়ে ছিল ওয়েস্টইন্ডিজ। অথচ দ্বিতীয় ইনিংসে চরম ব্যাটিং ব্যর্থতায় সেই অস্ট্রেলিয়ার কাছেই ১৫৯ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। ব্রিজটাউনে মাত্র তিনদিনে টেস্ট হেরে আম্পায়ারদের উপর ক্ষোভে ফেটে পড়লেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রস্টোন চেজ। যার কারণ বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত।
এই কথা তুলে ধরে আম্পায়ারদের পারফরম্যান্সকে হৃদয় বিদারক এবং হতাশাজনক বলে বর্ণনা করেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের প্রশ্ন, আম্পায়ারদের ভুল হলে তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না ?
ওয়েস্ট ইন্ডিজের ক্ষোভের কেন্দ্রে রয়েছেন টিভি আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক। তার নেওয়া অন্তত ছটি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। চেজের ব্যাটিংয়ের সময় দুবার ফিফটি ফিফটি পরিস্থিতি তৈরি হয়েছিল। একবার বেঁচে গেলেও দ্বিতীয়বার আউট দেওয়া হয়।
তবে প্রথম ইনিংসে শাই হোপের আউটকে কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে।
অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারে ক্যাচ নিলেও রিপ্লেতে দেখা গেছে বল তার ব্যাটে নয়, সম্ভবত ঘাসে লেগেছিল। চেজ বলেন, হতাশাজনক সিদ্ধান্ত। ক্রিকেটার হিসাবে আমরা ঝামেলা করলে বা নিজেদের গন্ডির বাইরে বেরিয়ে আচরণ করলে কঠোর শাস্তি দেওয়া হয়। কিন্তু ম্যাচ কর্মকর্তাদের ক্ষেত্রে কিছুই করা হয় না। তারা ভুল বা বিতর্কিত সিদ্ধান্ত দেওয়ার পরেও তাদের জীবনে কোনও পরিবর্তন হয় না।
চেজের অভিযোগ, আপনারা ক্রিকেটারদের ক্যারিয়ারের কথা বলেন। একটা খারাপ সিদ্ধান্ত একজন ক্রিকেটারের জীবন শেষ করে দিতে পারে। আমার মনে হয়, ক্রিকেটাররা ভুল করলে তাদের যেমন শাস্তি দেওয়া হয়, তেমনই আম্পায়ারদের জন্যও তারা যদি ভুল কোনও সিদ্ধান্ত নেন, তাদের ও শাস্তি হোক।
চেজের অভিযোগ, হোপকে আউট দেওয়া হলেও একই কাজ করে পার পেয়ে যান অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। চেজ বলেন, ‘আমি আর হোপ ভালোই এগোচ্ছিলাম তখন। কিন্তু বিতর্কিত সিদ্ধান্তে দু’জনকেই আউট হতে হল। বড় রানের লিড পাওয়া থেকে বঞ্চিত হলাম আমরা। চেজের অভিযোগ ওয়েস্ট ইন্ডিজ সহ আন্তর্জাতিক ক্রিকেটে চাঞ্চল্য তৈরি করেছে।