বঙ্গবার্তা ব্যুরো ,সন্দীপ সুর:
দল হারলেও লিডসে জোড়া সেঞ্চুরি করেছেন পন্থ। ম্যাচে তাঁর আচরণের জন্য তাঁকে শাস্তি পেতে হয়েছিল তবে ম্যাচ শেষে পুরস্কার পেলেন পন্থ।আইসিসির ক্রমতালিকায় উন্নতি করেছেন পন্থ । ভারতের সহ অধিনায়ক উঠে এসেছেন সপ্তম স্থানে। এর আগে কোনওদিন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ব্যাটার এত বেশি পয়েন্ট অর্জন করেননি। এর আগে অষ্টম স্থানে ছিলেন। দ্বিতীয় উইকেটকিপার হিসেবে এক টেস্টের জোড়া ইনিংসে শতরানের রেকর্ড করেছেন পন্থ।অতীতে টেস্ট ক্রমতালিকায় প্রথম পাঁচেও ছিলেন তিনি। কিন্তু এই মুহূর্তে তিনি রয়েছেন ৮০১ রেটিং পয়েন্টে। আসলে হপ্রথম টেস্টের দুই ইনিংসেই শতরান করেছেন পন্থ।
লিডস টেস্টে দুই ইনিংসে ১৩৪ এবং ১১৮ রান করেন ভারতীয় দলের সহ অধিনায়ক। কিন্তু তাতে ম্যাচ বাঁচাতে পারেননি। প্রথম ইনিংসে শতরান করায় ক্রমতালিকায় উন্নতি করেছেন শুভমান গিলও। পাঁচ ধাপ উন্নতি করে ২০ নম্বরে উঠে এলেন ভারত অধিনায়ক। টেস্ট বোলারদের স্থানের সেরাম পরিবর্তন নেই। লিডসে পাঁচ উইকেট নিয়ে একনম্বর স্থান ধরে রাখেন বুমরাহ। একটি টেস্টে কোনও দলের পাঁচ জন ব্যাটার শতরান করেছেন, এমন ঘটনা এর আগে পাঁচ বার ঘটেছে। প্রতি বারই সেই দল জয় পেয়েছে। ভারতের পাঁচ ব্যাটারের শতরান টেস্টের ইতিহাসে ষষ্ঠ ঘটনা। কিন্তু ম্যাচ জিততে পারেনি ভারত। দ্বিতীয় সফরকারী দল হিসাবে এই কৃতিত্ব দেখাল ভারত। তবে জয় অধরাই থাকল ভারতের ।