বঙ্গবার্তা ব্যুরো,
২৯শে জানুয়ারি মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় সরব সাংসদ জয়া বচ্চন। এদিন তিনি সংসদের বাইরে সাংবাদিকদের বলেন এই মুহূর্তে কুম্ভের জলই সবচেয়ে দূষিত। কারণ সেখানে পদপিষ্টের ঘটনায় মৃতদেহগুলি ভাসিয়ে দেওয়া হয়েছে।
দিল্লি নির্বাচনের আগে যমুনার জল নিয়ে রাজনৈতিক বিতর্ক প্রবল হয়। বিষয়টি নির্বাচন কমিশনের নজরেও আনা হয়। এই পরিস্থিতিতে জয়া বচ্চন কুম্ভের জল নিয়ে সরব হওয়ায় ফের রাজৈতিক চাপান-উতোর শুরু হয়েছে।
বিজেপির একাংশ বলছে, যমুনার জল দূষণের ইস্যুতে কেজরিওয়ালের মন্তব্য থেকে সবার নজর ঘোরাতেই এই মন্তব্য করেছেন জয়া বচ্চন। দিল্লি নির্বাচনে জয়া বচ্চনের দল অর্থাৎ সমাজবাদী পার্টি কেজরিওয়ালের আম আদমি পার্টিকে সমর্থন করছে।
জয়া বচ্চনের অভিযোগ মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় যারা মারা গিয়েছিলেন তাঁদের দেহ সঙ্গমের জলেই ভাসিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও অভিযোগ করেছেন, মৃতদেহগুলির ময়না তদন্তও করা হয়নি।
যদিও ময়না তদন্ত না করার অভিযোগ এর আগেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তোলা হয়েছিল। রাজ্য সরকার জানিয়ে দেয় কুম্ভে মৃতদের রাজ্যে পোস্ট মর্টেম করা হবে। সোমবার সেই সংসদের বাইরে জয়া বচ্চন এই অভিযোগ করায় বাংলার অভিযোগই দৃঢ় হল। দেশের গণ মাধ্যম গুলি মৃতের সংখ্যা ৩০ বললেও বিদেশী গণমাধ্যমে সংখ্যা অনেক বেশি বলে দাবী করা হয়েছে।