যেমন করিয়া যাহা পাইতে হয় তাহা না করিয়া সেজন্য দুঃখিত হইও না।করার আগে দুঃখ করা না-পাওয়াকেই ডেকে আনে।নিশ্চয় জেনো, করাই পাওয়ার জননী। করাটা যখনই চাওয়াকে অনুসরণ করে, তার কৃতার্থতা তখনই সম্মুখে দাঁড়ায়।পেতে হলেই — তা যাই হোক — শুনতে হবে তা কি-করে পাওয়া যায়, আর ঠিক ঠিক তা করতে হবে — না-করে পাওয়ার জন্য উদগ্রীব হওয়ার চেয়ে বোকামী আর কী আছে?প্রকৃতি তাদেরই ধিক্কার করে, যারা নাকি প্রত্যক্ষকে অবজ্ঞা বা অগ্রাহ্য করে পরোক্ষকে আলিঙ্গন করে।আর পরোক্ষ যাদের প্রত্যক্ষকে রঞ্জিত ও লাঞ্ছিত করে তারাই ফাঁকির অধিকারী হয়। ‘সত্যানুসরণ’
▪️করার সঙ্কেত▪️
