বঙ্গবার্তা ব্যুরো,
ছবি সোশ্যাল মিডিয়া
কলকাতা হোক বা শহরতলি অথবা জেলা। একের পর এক পথ দুর্ঘটনায় মৃত্যু দেখিয়ে দিচ্ছে বেপরোয়া গতি কি ভাবে কেড়ে নিচ্ছে প্রাণ। আজ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় ৬০ নং জাতীয় সড়কে পিক আপ ভ্যান উল্টে ১ জনের মৃত্যু হয়েছে, আহত ৬ জন। পিকআপ ভ্যানে করে শ্রমিকরা কাজে যাচ্ছিলেন। সেই সময় ৬০ নম্বর জাতীয় সড়কে নব নির্মিত কুবাই ব্রিজে ওঠার মুখে পিকআপটি ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
পিকআপ ভ্যানের গতি এতটাই ছিল যে উল্টে যাওয়ার সময় বিকট শব্দ হয়। ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ আহতদের উদ্ধার করে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা শামীমকে মৃত বলে ঘোষণা করেন, ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনাস্থলে যান বিধায়ক সুজয় হাজরা।

