২০০ রান অধরাই থাকল, শেষ ম্যাচে ব্যাটে কত স্কোর করলেন বৈভব?

বঙ্গবার্তা ব্যুরো সন্দীপ সুর

ছোবী-বিসিসিআই ফেসবুক পেজ

২০০ রান অধরাই থাকল বৈভব সূর্যবংশীর।উরস্টারে ছিল ভারত অনূর্ধ্ব-১৯ দলের ম্যাচ। ওপেন করতে নেমে ৪২ বলে ৩৩ রান করতে সক্ষম হলেন বৈভব। ইংল্যান্ড যুব দলের বিরুদ্ধে সিরিজের তৃতীয় এবং চতুর্থ ম্য়াচে ভারতীয় ওপেনার বৈভব সূর্যবংশী দুর্দান্ত ব্যাটিং করেছিলেন।

আশা ছিল, গিলের ইনিংস থেকে শিক্ষা নেওয়ার পর আশা করা হয়েছিল শেষ ম্য়াচেও হয়ত তেমনই একটি ব্যাটিং ধামাকা দেখতে পাওয়া যাবে।
বৈভবের ব্যাট থেকে এল ৩৩ রান, তিনটি বাউন্ডারি ও ২টি ছক্কা মারেন। ১৫-তম ওভারে সেবাস্টিয়ান মরগ্যানের বলে আউট হন সূর্যবংশী। দলের স্কোর তখন ৬০।

অন্যান্য ম্যাচে যে রকম আগ্রাসী খেলে বৈভব, সে রকম খেলেনি। বরং বেশ ধীরস্থির, শান্ত দেখিয়েছে তাঁকে। অতীতে ২০০-র বেশি স্ট্রাইক রেটে শতরান করেছিল বৈভব। এ দিন তার স্ট্রাইক রেট ছিল ১০০-র কম।র্যবংশী বরং শুরুটা ভাল করতে সাহায্য করেন। পরিণতবোধের পরিচয় দেন বাঁ হাতি ওপেনার।

বিসিসিআইয়ের পোস্ট করা একটি ভিডিও বৈভব বলেছেন, শুভমান গিলের থেকে অনেক কিছু শিখেছি কারণ চোখের সামনে ওর খেলা দেখেছি। ১০০ এবং ২০০ করার পরেও ও হাল ছাড়েননি। নিজের ইনিংস আরও এগিয়ে নিয়ে গিয়েছে।

এখানেই থেমে না থেকে বৈভব আরও বলেছিলেনআমি চেষ্টা করব পরের ম্যাচে ২০০ করতে। পুরো ৫০ ওভার খেলার চেষ্টা করব। আমি যত বেশি রান করব ততই দলের ভাল হবে। ম্যাচটা অবশ্য ইংল্যান্ড জিতে নেয় সাত উইকেটে। ১১৩ বল বাকি থাকতে জয় ছিনিয়ে নেয় ইংল্যান্ড, তবে ভারত ৩-২ ফলে সিরিজে জয় লাভ করল।