বঙ্গবার্তা ব্যুরো,
শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে উত্তাল বাংলাদেশে এই প্রথম পালিত হচ্ছে অমর একুশে ফেব্রুয়ারি। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে যারা জীবন উৎসর্গ করেছিলেন, সেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ভোররাত ১২টার আগেই বাংলাদেশের রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল হাতে জড়ো হন হাজারও মানুষ। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী রাত ১২টার পর প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর রাত ১২টা ১২ মিনিটের দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। অমর একুশের ঐতিহাসিক গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…আমি কি ভুলিতে পারি’ গানের সঙ্গেই প্রধান উপদেষ্টা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্র পরিচালনায় নেতৃত্বে থাকা ব্যক্তি ও বিশিষ্ট নাগরিকরা। শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দল এবং সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতা ও কর্মীরা। রাষ্ট্রভাষার জন্য প্রাণ উৎসর্গের এই দিনটিকে ১৯৯৯ সালে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। ভাষা দিবসের রক্তক্ষয়ী দিনটির ইতিহাসে শহিদ হিসেবে উঠে আসে সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউর এই পাঁচজনের নাম।জানা যায় এই পাঁচজন ছাড়াও ২১ ফেব্রুয়ারির দিন শহিদ হয়েছিলেন আরও অনেকে। কিন্তু ইতিহাসে তাদের নিয়ে বিশেষ কোনও গবেষণা হয়নি।
বাংলাদেশে মধ্যরাতেই পালিত একুশে ফেব্রুয়ারি, শহীদ মিনারে শ্রদ্ধা রাষ্ট্রপতি, ইউনূসের
