বঙ্গবার্তা ব্যুরো,
অবৈধ বেটিং অ্যাপগুলির প্রচারে থাকার জন্য খ্যাতনামা অভিনেতা রানা ডাগ্গুবাটি, প্রকাশ রাজ, বিজয় দেবরাকোন্ডা এবং মাঞ্চু লক্ষ্মীসহ ২৫ জন সেলিব্রিটির বিরুদ্ধে তেলেঙ্গানায় দায়ের হল এফআইআর। ব্যবসায়ী ফণীন্দ্র শর্মার অভিযোগের ভিত্তিতে এই এফআইআর দায়ের করা হয়েছে। কিছুদিন আগেই একটি এফআইআরের জেরেই পুলিশের হাতে গ্রেফতার হন অল্লু অর্জুন।
এফআইআরে নাম আছে প্রণীথা, নিধি আগরওয়াল, অনন্যা নাগালা, সিরি হনুমন্থু, শ্রীমুখী, বর্ষিণী সুন্দররাজন, বাসন্তী কৃষ্ণন, শোভা শেট্টি, অমৃতা চৌধুরীর মত সেলিব্রিটি এবং ইনফ্লুয়েন্সারদের। এফআইআরে বলা হয়েছে, এই প্ল্যাটফর্মগুলি সেলিব্রিটি এবং ইনফ্লুয়েন্সারদের সামনে রেখে তাদের অ্যাপ এবং ওয়েবসাইটগুলি প্রচার করে।সেলেবদের দেখে প্রভাবিত হয়ে সাধারণ মানুষ সক্রিয়ভাবে এই অ্যাপগুলি ব্যবহার করে অনেকেই তাদের কষ্টার্জিত অর্থ হারিয়েছেন বলে অভিযোগ। এভাবেই অ্যাপ বা ওয়েবসাইটগুলি কিছু মানুষকে সম্পূর্ণ আর্থিক বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে।
অভিনেতা ও প্রভাবশালীদের বিরুদ্ধে এই এফআইআর দায়ের করা হয়েছে ভারতীয় দণ্ড বিধির প্রতারণা সংক্রান্ত ধারা এবং তথ্য প্রযুক্তি আইন ও রাজ্য আইনের প্রাসঙ্গিক ধারার অধীনে।এই এফআইআরের প্রতিক্রিয়ায় অভিনেতা প্রকাশ রাজ জানিয়েছেন যে তিনি এমন একটি বিজ্ঞাপন সেই ২০১৫ সালে করেছিলেন।তার একবছর পর ওই বিজ্ঞাপন থেকে তিনি নিজেকে সরিয়েও নেন। তবুও তার নামে এফআইআর হওয়ায় এই মামলার বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন।