জম্মু ও কাশ্মীরে বৈষ্ণোদেবী তীর্থযাত্রায় ৩০ পুণ্যার্থীর মৃত্যু

বঙ্গবার্তা ব্যুরো,

লাগাতার বৃষ্টিতে তে ভূমি ধ্বসে বৈ শ্ন দেবী তীর্থযাত্রীদের মৃতের সংখ্যা বেড়ে ৩০। চলছে উদ্ধার কাজ। তবে প্রাকৃতিক দূর্যোগে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

কাশ্মীরের রিয়াজি এলাকার বিশেষ পুলিশ সুপার জানিয়েছেন যাত্রীরা যখন যাচ্ছিলেন তখনই হঠাৎ ধ্বস নামে। গভীর খাদে পরে মৃত্যু হয় ৩০ জনের। এখনো অনেকের সন্ধান মেলেনি। দুর্গম এলাকায় দুর্যোগের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। তীর্থ যাত্রা আপাতত বন্ধ রাখা হয়েছে।

ধ্বসের কারণে আটকে পড়া যাত্রীদের থাকা ও খাবার ব্যবস্থা করেছে সেনা। উদ্ধার তীর্থযাত্রীদের নিরাপদ জায়গায় রাখা হয়েছে।