গাজায় ফের ইজরায়েলি হামলায় মৃত ৫১ আহত অনেক

Published By Subrata Halder, 14 May 2025, 06:13 pm

বঙ্গবার্তা ব্যুরো,
অবরুদ্ধ গাজা উপত্যকায় আরও তীব্র হামলা চালাল ইজরায়েলি সেনা। মধ্যরাত থেকে চলা এই হামলায় কমপক্ষে ৫১ জন ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু হয়েছে। স্থানীয় চিকিৎসকরা এই তথ্য জানান। মৃতদের মধ্যে ৪৫ জনই উত্তর গাজার বাসিন্দা।
দক্ষিণ গাজার ইউরোপীয় এবং নাসের হাসপাতালে ইজরায়েলি বাহিনীর বোমা হামলার কয়েক ঘন্টা পর আবারও তীব্র হামলা চালায় ইজরায়েলি সেনা। দক্ষিণ গাজার হাসপাতালে হামলায় এক সাংবাদিক সহ ৩০ জনের মৃত্যু হয়।
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দ্রুত যুদ্ধ বন্ধ করার কথা বললেও ইজরায়েলি প্রধানমন্ত্রী নেতন্নাহু বলেছেন তারা আক্রমণ বন্ধ করবেন না। যুদ্ধবিধ্বস্ত গাজায় বসবাসরত প্রায় ২১ লাখ ফিলিস্তিনি দুর্ভিক্ষ পীড়িত অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন জাতিসংঘ-সমর্থিত খাদ্য নিরাপত্তা মূল্যায়ন বিষয়ক সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন বা আইপিসি। ইজরায়েলের টানা অবরোধের মুখে ত্রাণ ও অন্যান্য মানবিক সহায়তা ঢুকতে না পারায় সেখানকার মানুষ চরম খাদ্য সংকটের মুখোমুখি।
ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন বা আইপিসি মূলত জাতিসংঘ, দাতা সংস্থা এবং বিভিন্ন দেশের সরকারের সমন্বয়ে পরিচালিত একটি সংস্থা, যাদের মাধ্যমে আন্তর্জাতিক মহল একটি এলাকায় দুর্ভিক্ষ হতে যাচ্ছে কি-না, সেটার প্রাথমিক মূল্যায়ন করে থাকে।
সোমবার প্রকাশিত আইপিসির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের অক্টোবরের পর থেকেই গাজার খাদ্য পরিস্থিতিতে বড় ধরনের অবনতি ঘটেছে।
এই মুহূর্তে, দুর্ভিক্ষ শুরু না হলেও পরিস্থিতি খারাপ হচ্ছে। ইজরায়েল এবং হামাসের ডাকা দু মাসের যুদ্ধবিরতিতে গাজায় সাময়িক স্বস্তি ফিরেছে। কিন্তু দুই প্রতিপক্ষের মধ্যে নতুন করে যে বৈরিতা দেখা যাচ্ছে, সেটা গাজাবাসীকে ফের উদ্বেগে ফেলেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইজরায়েলি সেনা হামলায় এখনো পর্যন্ত ৫২ হাজার ৯০৮ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৯ হাজার ৭২১ জন আহত হয়েছেন।