Published by Subrata Halder, 13 June 2025, 06:13 p.m.
বঙ্গবার্তা ব্যুরো,
ইজরায়েলি হামলায় ইরানের ছজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম। এক্সে প্রকাশিত এক পোস্টে সংস্থাটি এ তথ্য জানা গেছে। নিহত বিজ্ঞানীরা হলেন আবদুলহামিদ মিনুচেহর, আহমদরেজা জুলফাগারি, সৈয়দ আমিরহোসেইন ফাকিহি, মোতলাবিজাদে, মোহাম্মদ মাহদি তেহরানচি ও ফেরেইদুন আব্বাসি।
তাসনিমের পোস্টে বলা হয়, ইহুদিবাদী শাসকগোষ্ঠী প্রমাণ করে দিয়েছে, তারা আমাদের
বিজ্ঞানীদের বিরুদ্ধে সন্ত্রাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করে যুদ্ধে নেমেছে।
এর আগে ইজরায়েল অপারেশন রাইজিং লায়ন এর আওতায় ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়ে একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীকে হত্যার দাবি করে। হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেইন সালামি, সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, ও খাতাম আল আনবিয়া হেডকোয়ার্টারের প্রধান গোলাম আলি রাশিদ নিহত হন।
হামলার প্রতিক্রিয়ায় ইরান বলেছে, তারা এর যোগ্য জবাব দেবে। অন্যদিকে ইজরায়েল সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় দেশে বিশেষ জরুরি অবস্থা জারি করেছে।

