বঙ্গবার্তা ব্যুরো,
প্যারিসে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনের ঘোষণাপত্রে স্বাক্ষর করল না মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। তবে এআই উন্নয়নে উন্মুক্ত, স্বচ্ছ, নৈতিক, নিরাপদ, সুরক্ষিত এবং নির্ভরযোগ্য হওয়ার বিষয়ে অগ্রাধিকার দেওয়া এই সনদে স্বাক্ষর করেছে ভারত, ফ্রান্স সহ ৬০টি দেশ।এই ঘোষণার সব অংশের সঙ্গে একমত হতে না পারায় এতে সই করেনি ব্রিটেন।অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রযুক্তির ওপর ইউরোপের ‘অতিরিক্ত নিয়ন্ত্রণের’ সমালোচনা করেন। এত বেশি কড়াকড়ি কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশকে ধ্বংস করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে চিনের সঙ্গে সহযোগিতা করার বিষয়ে সতর্ক করেছেন তিনি।
প্যারিসে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স সামিটে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন যে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স নির্ভর ভবিষ্যতের জন্য যাতে আমাদের লোকজনদের দক্ষ করে তোলা যায়, সেজন্য আমাদের বিনিয়োগ করতে হবে। AI এলে চাকরি চলে যাবে এই ভয় কাটাতে হবে। মোদী জানান যে ইতিহাসের পাতা ওলটালে দেখা যাবে যে প্রযুক্তির কারণে কখনও চাকরি চলে যায়নি। মোদীর সেই বক্তব্যের সমর্থনই করেছেন আমেরিকার ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।তাঁর দাবি, ডোনাল্ড ট্রাম্পের আমলে এমন পদক্ষেপ করা হবে, যাতে আমেরিকায় কর্মসংস্থান তৈরির একটা মাধ্যম হয়ে ওঠে এআই।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেছেন, ‘এই সম্মেলন বাস্তব পদক্ষেপের ওপর গুরুত্ব দিচ্ছে। আর এটিই এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন।’ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো অবশ্য এআই-কে সামলাতে কঠোর নিয়ম প্রয়োগের পক্ষই দাড়িয়েছেন।
সহমত ভারত সহ ৬০ দেশ, এআই ঘোষণাপত্রে স্বাক্ষর করল না আমেরিকা ও ব্রিটেন
