Published by Subrata Halder On 31 March 2025 at 12:40am
বঙ্গবার্তা ব্যুরো,
এ বার ভূমিকম্পে কাঁপল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র টোঙ্গা। মার্কিন জিয়োলজিক্যাল সার্ভে বা ইউএসজিএস সংস্থার তথ্য অনুযায়ী, টোঙ্গার কাছে শক্তিশালী ৭.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরেই প্রশান্ত মহাসাগরীয় এই দ্বীপরাষ্ট্রটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সময় সোমবার ভোরে টোঙ্গার প্রধান দ্বীপের প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) উত্তর-পূর্বে এই ভূমিকম্পটি ঘটে।তবে ওই ঘটনায় এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও তথ্য পাওয়া যায়নি।
পলিনেশিয়ান দ্বীপপুঞ্জ টোঙ্গা ১৭১টি দ্বীপ নিয়ে গঠিত, যেখানে মোট জনসংখ্যা এক লক্ষের বেশি। বেশিরভাগ মানুষ প্রধান দ্বীপ টোঙ্গাটাপুতে বাস করেন। অস্ট্রেলিয়ার উপকূল থেকে এই দেশটির দূরত্ব ৩,৫০০ কিলোমিটার (২,০০০ মাইল) পূর্ব। সাদা বালির সৈকত, প্রবাল প্রাচীর ও ঘন বনাঞ্চলের জন্য টোঙ্গার দ্বীপগুলো বিখ্যাত।তবে ভূমিকম্পের অব্যবহিত পরেই জারি করা হয়েছে সুনামির সতর্কতাও। নিউয়ে এবং টোঙ্গার উপকূলে ০.৩ থেকে ১ মিটার পর্যন্ত উঁচু ঢেউ ধেয়ে আসতে পারে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্রও জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল থেকে ৩০০ কিলোমিটার এলাকা পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে।