গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭৬, পৌঁছল ত্রাণ সামগ্রী

Published By Subrata Halder, 24 May 2025, 06:13 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইজরায়েলি হামলা অব্যাহত। চিকিৎসকরা জানাচ্ছেন, শুক্রবার সকাল থেকে গাজাজুড়ে ইজরায়েলি হামলায় কমপক্ষে ৭৬ জন নিহত হয়েছে এবং হামলার মধ্যেই হতাহতের সংখ্যা বেড়ে চলেছে।
গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে একটি বাড়িতে ইজরায়েলের বোমা হামলায়
কয়েকজনের মৃত্যু হয়েছে।
জাতিসংঘের প্রধান অ্যান্তনিও গুতেরেস বলেছেন, গাজার সংঘাত ‌সবচেয়ে নিষ্ঠুর পর্যায়ে পৌঁছেছে কারণ ফিলিস্তিনিরা অনাহারে রয়েছে। ইজরায়েল খুবই সামান্য পরিমাণ সহায়তা গাজায় প্রবেশ করতে দিচ্ছে, তাও আবার অবরুদ্ধ এই উপত্যকার উত্তরাঞ্চলে কিছুই পৌঁছায়নি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় ইজরায়েলি হামলায় কমপক্ষে ৫৩ হাজার ৮২২ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ২২ হাজার ৩৮২ জন আহত হয়েছে।
এর আগে গাজার উদ্দেশ্যে পাঠানো ৯০ ট্রাক ত্রাণ জাতিসংঘের দলগুলোর কাছে হস্তান্তর করেছে ইজরায়েলি কর্তৃপক্ষ। সীমিত পরিসরে অবরোধ তুলে নেওয়ার তিন দিন পর ত্রাণবাহী ট্রাক গুলি ছেড়ে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। স্থানীয় সময় বুধবার দিনগত রাতে কেরেম শালোম ক্রসিং থেকে ত্রাণবাহী ট্রাকগুলো ওয়্যারহাউসে নেওয়া হয়েছে।
বিশ্ব খাদ্য কর্মসূচির এক কর্মকর্তা জানিয়েছেন, গাজার জন্য ১ লাখ ৪০ হাজার টন খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর ৬ হাজার ট্রাক ত্রাণ প্রস্তুত করে রেখেছে তারা। এই পরিমাণ ত্রাণ গাজায় প্রবেশ করানো সম্ভব হলে উপত্যকার বাসিন্দাদের দুই মাসের খাবার নিশ্চিত হবে।
এর আগে মঙ্গলবার পর্যন্ত গাজা উপত্যকায় ত্রাণবাহী ৯৩টি ট্রাক প্রবেশ করেছে। এর মধ্যে ৯০ টি ট্রাক জাতিসংঘের স্বেচ্ছাসেবীরা ইজরায়েলের কাছ থেকে বুঝে পেয়েছে। বাকি তিনটির ব্যাপারে কোনো তথ্য মেলেনি।

17:15