কানাডার ভ্যাঙ্কুভারে গাড়ির ধাক্কায় মৃত ৯, লাপু লাপু উৎসবে আসার পথে এই দুর্ঘটনা

9 Dead After SUV Rams Crowd at Lapu Lapu Festival in Vancouver

Upload By K. Halder at 28th April 2025, 08:34 AM

বঙ্গবার্তা ব্যুরো,
কানাডার ভ্যাঙ্কুভার শহরে লাপু লাপু উৎসবে এক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় সময় রাত ৮টা নাগাদ একটি গাড়ি হঠাৎ ভিড়ের উপরে উঠে যায়। ওই সময় ফিলিপিনো সম্প্রদায়ের অসংখ্য মানুষ সানসেট অন ফ্রেজার অঞ্চলে লাপু লাপু দিবস উদযাপন করছিলেন। পুলিশ জানিয়েছে, গাড়িচালককে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শেষ হলে এই বিষয়ে আরও স্পষ্ট হবে।


স্থানীয় মানুষ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, একটি কালো রঙের এসইউভি দ্রুতগতিতে উৎসবস্থলে ঢুকে বহু মানুষকে চাপা দেয়। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, চালক সম্ভবত এক তরুণ এশীয় যুবক এবং মানসিকভাবে কিছুটা অস্বাভাবিক মনে হচ্ছিল। ঘটনার বেশ কয়েকটি ভয়ঙ্কর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই ঘটনায় শোক প্রকাশ করে এক্স টুইটার এ লেখেন যে ভ্যাঙ্কুভারে লাপু লাপু উৎসবে ঘটে যাওয়া ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। নিহত ও আহতদের পরিবার, ফিলিপিনো কানাডিয়ান সম্প্রদায় এবং ভ্যাঙ্কুভারের সব বাসিন্দাদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই।

01:54