Upload By K. Halder at 25th April 2025, 01:14 PM
বিনোদন ডেস্ক, বঙ্গবার্তা
অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস ৯৮তম অস্কারের জন্য পুরস্কারের নিয়ম নীতি ও প্রচার সম্পর্কে নতুন নিয়মাবলি আনতে চলেছে। এর ফলে অনেক পরিবর্তন আসবে অস্কার নমিনেশনে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে নতুন বছরের অস্কার অনুষ্ঠানের তারিখ। যদি সবকিছু ঠিক থাকে ৯৮তম অস্কারের আসর বসবে আগামী বছরের ১৫ মার্চ।
নতুন এই ঘোষণা অনুযায়ী অস্কারে অন্যতম বড় পরিবর্তন হলো যে,কোনো বিভাগে চূড়ান্ত রাউন্ডে ভোট দিতে হলে অ্যাকাডেমির সদস্যদের সেই বিভাগের সব মনোনীত ছবি দেখতেই হবে এবং তা বাধ্যতামূলক । এই নতুন নিয়মটি সঠিক ও সচেতনভাবে ভোটদান করতে চালু করা হয়েছে।
অস্কারের ইতিহাসে এই বছরই প্রথমবারের মতো দেওয়া হবে কাস্টিং ক্যাটাগরিতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। এই পুরস্কারের জন্য দুই ধাপে নির্বাচন হবে। প্রথম ১০টি ছবির একটি শর্টলিস্ট তৈরি করা হবে, তারপর শর্টলিস্ট করা ছবিগুলো উপস্থাপন করা হবে একটি ‘বেক-অফ’ সেশনে। সেখানে প্রশ্নোত্তরের মাধ্যমে কাস্টিং ডিরেক্টরদের সাথে মতবিনিময় করবেন সদস্যরা।
অ্যাকাডেমি এবার আনুষ্ঠানিকভাবে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের বিষয়টিও নতুন নিয়মে যুক্ত করেছে। তারা জানিয়েছে, কোনো চলচ্চিত্রে এআই বা অন্যান্য ডিজিটাল টুল ব্যবহৃত হলেও তা পুরস্কার পাওয়ার সম্ভাবনাকে সহায়তা বা অসহায়তা করবে না। বরং পুরস্কার প্রদানে গুরুত্ব দেওয়া হবে সেই সিনেমায় মানবিক সৃষ্টিশীলতা কতটা ছিল তা বিবেচনা করেই।
বেস্ট পিকচার বিভাগের জন্য যোগ্যতা অর্জনের সময়সীমা দুটি ভাগে ভাগ করা হয়েছে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুনের মধ্যে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর জন্য প্রডিউসার্স গিল্ড অব আমেরিকা (পিজিএ)-র সার্টিফিকেশন বা অ্যাওয়ার্ডস-অনলি আবেদন পাঠাতে হবে ১০ সেপ্টেম্বর ২০২৫ এর মধ্যে। আর বছরের দ্বিতীয় সময়ে মুক্তি পাওয়া ছবিগুলোর জন্য চূড়ান্ত সময়সীমা ১৩ নভেম্বর ২০২৫।
অ্যানিমেটেড শর্ট ফিল্ম বিভাগে এবার ভোট দিতে আগ্রহী সব অ্যাকাডেমি সদস্য ভোট দিতে পারবেন। তবে শর্ত হলো তাদের ১৫টি শর্টলিস্টেড ছবি দেখতে হবে। সিনেমাটোগ্রাফি বিভাগেও নতুনভাবে প্রাথমিক শর্টলিস্ট তৈরি করা হবে যা ১০ থেকে ২০টি সিনেমা পর্যন্ত হতে পারে।
ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে নতুন করে অভিবাসী বা আশ্রয়প্রার্থী নির্মাতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। জমা দেওয়া দেশের নাগরিক, বাসিন্দা, বা আশ্রয়প্রাপ্ত ব্যক্তিদের হাতে যদি মূল সৃজনশীল নিয়ন্ত্রণ থাকে, তাহলেই সিনেমাটি যোগ্য বিবেচিত হবে।
সংগীত বিভাগে এবার আলাদা ডেডলাইন নির্ধারণ করা হয়েছে। মৌলিক গানের জন্য জমা দেওয়ার শেষ তারিখ ১৫ অক্টোবর। আর মৌলিক সংগীত জমা দেওয়ার শেষ সময় ৩ নভেম্বর।
প্রচারের নিয়মনীতিতেও বড়সড় পরিবর্তন আসতে চলেছে অস্কারে। এখন থেকে অ্যাকাডেমি সদস্য বা চলচ্চিত্র সংশ্লিষ্ট কেউই অন্য কোনো সিনেমার কৌশল বা বিষয়বস্তু নিয়ে সমালোচনামূলক মন্তব্য করতে পারবেন না। সেটি সোশ্যাল মিডিয়াতেও লিখতে বা বলতে পারবেন না। কেউ এই নিয়ম ভাঙলে শাস্তির মুখোমুখি হতে হবে।
এছাড়া অস্কার-যোগ্য চলচ্চিত্র উৎসবগুলো এখন অনুমোদিত মেইলিং হাউজ ব্যবহার করে অ্যাকাডেমি সদস্যদের কাছে প্রোগ্রামের তথ্য পাঠাতে পারবে।
২০২৫ সালের অস্কার মৌসমের গুরুত্বপূর্ণ তারিখগুলোর মধ্যে রয়েছে আগস্ট ও সেপ্টেম্বর মাসে প্রথম দফার সাবমিশন। সেখান থেকে পরের বছরের ২২ জানুয়ারি হবে মনোনয়ন ঘোষণা। ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত চলবে চূড়ান্ত ভোটদান।
গভর্নরস অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে চলতি বছরের ১৬ নভেম্বর। সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল অ্যাওয়ার্ডস দেওয়া হবে আগামী বছরের ২৮ এপ্রিল।