Upload By K. Halder at 21th March 2025, 03:28 PM
বঙ্গবার্তা ব্যুরো,
কমিটি গড়তে গিয়ে হিমশিম খাচ্ছে রাজ্য বিজেপির। কমিটিতে কাকে রেখে কাকে বাদ দেবে তা ঠিক করতে গিয়েই বিস্তর সমস্যার মুখে পড়ছেন রাজ্য এবং দলের শীর্ষ নেতারা। নতুনদের কমিটিতে না রাখলে দলের বিস্তার ঘটবে না আবার পুরোনদের বিদায় দিলে দলে অভিজ্ঞ লোকের অভাব হবে। সামনেই বিধানসভা নির্বাচন তাই অনেক ভেবে এগোতে হচ্ছে বিজেপি নেতৃত্বকে। সব দিক সামাল দিতে কেন্দ্রীয় পর্যবেক্ষক বনসলের পরামর্শ মত সমান সমান ফর্মুলা মেনে কমিটি গড়তে চাইছে দল।
কমিটির অর্ধেক পুরনো মুখ, অর্ধেক নতুন এইভাবেই ভারসাম্য বজায় রেখে দলের নতুন কমিটি গঠন করতে চাইছে রাজ্য বিজেপি। দলের ৪৩ টি সাংগঠনিক জেলার ৩৯টিতেই সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। কিন্তু বহু মণ্ডল কমিটি এখনও গঠন করা যায় নি। সেই কমিটি দ্রুত তৈরি না হলে ভোটের কাজে পিছিয়ে পড়তে হবে।
এদিকে নতুন কমিটি গড়ার ফর্মুলা কী হবে সেটাই পর্যবেক্ষক বনসল ঠিক করে দিয়েছেন। তিনি বলেছেন পুরনোদের সবাইকে বাদ দেওয়া যাবে না। তাই সমান সমান ফর্মুলা।
বনসলের এই ফর্মুলার সঙ্গে একাধিক বিজেপি নেতা একমত হলেও কেউ কেউ একেবারে নতুন কমিটি গড়ার পক্ষে। আসলে এখানেও ঘোষিত সাংগঠনিক সভাপতিদের ইচ্ছে অনিচ্ছে গুরুত্ব পাচ্ছে। অনেকেই চাইছেন নিজেদের মতো করে নতুন কমিটি তৈরি করতে।
বনসলের মতো নেতারা বুঝতে পারছেন ভোটের মুখে দলের সব পুরনো নেতাদের সরিয়ে দিলে তার প্রভাব পড়বে। প্রচার থেকে শুরু করে নির্বাচন করানো, পুরনোদের অভিজ্ঞতার দরকার আছে বিশেষ ভাবে।

