কান চলচ্চিত্র উৎসবে রেড কার্পেটে কটাক্ষ ভারতের উর্বশীকে

Published By Subrata Halder, 14 May 2025, 06:29 pm

বঙ্গবার্তা ব্যুরো,
বিশ্বের মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব কান। এবারের উৎসবে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। লাল গালিচাতেও হাঁটলেন, তার চোখে নীল রঙের আইশ্যাডো, হেয়ার স্টাইলের কায়দাতেও নাটকীয়তার ছোঁয়া, চুলে ক্রিস্টালের হেয়ারব্যান্ড, অফ শোল্ডার গাউন। তাতে নানা রঙের মিশেল। এমন সাজেই উর্বশী হাঁটলেন কানের লাল গালিচায়। ফ্রান্স ফ্যাশনের শহর। সে দেশে গিয়ে নিজেকে একটু অন্যভাবেই সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছিলেন উর্বশী। কিন্তু তার সেই চেষ্টা বিফলে গেলো। উর্বশীর সাজ তার অনুরাগীদের মোটেও ভালো লাগেনি।
উর্বশীর এই অতিরিক্ত রূপসজ্জা দেখে নেটিজেনরা কটাক্ষ করেছেন। নেটিজেনদের কেউ লিখলেন, ‘জঘন্য সাজ।’ কেউ আবার লিখলেন, ‘উর্বশীকে এড়িয়ে যাওয়াই ভালো হবে।’ অনেকে আবার ‘এ আই’ বলে বিদ্রুপও করেছেন। গত ১৩ মে থেকে শুরু হয়েছে দশ দিন ব্যাপী ‘কান চলচ্চিত্র উৎসব’।