Published By Subrata Halder, 16 May 2025, 02:37 pm
বঙ্গবার্তা ব্যুরো,
রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ৫০ শতাংশ মহার্ঘ্য ভাতার ২৫ শতাংশ ছাড় সপ্তাহের মধ্যে দেবার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ এই অন্তর্বর্তী নির্দেশ জারি করেছে। মামলার পরবর্তী শুনানি অগস্ট মাসে।
সুপ্রিম কোর্ট প্রথমে বকেয়া ডিএর ৫০ শতাংশই দিতে বলে রাজ্যকে। বিচারপতিরা বলেন, এই মামলায় ট্রাইবুনাল কোর্ট, হাইকোর্ট, সব জায়গার রায় খতিয়ে দেখা হয়েছে। সব ক্ষেত্রেই আদালত গুলি পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের প্রাপ্য ডিএর পক্ষে রায় দিয়েছে।
রাজ্যের আইনজীবী অভিষেক মনুসিংভি জানান, পঞ্চাশ শতাংশ হারে ডি এ দিতে গেলে রাজ্য সরকার আর্থিকভাবে বড়সড় চাপের মুখে পড়ে যাবে। এর পরেই আদালত বকেয়া ডিএর ২৫ শতাংশ দেওয়ার নির্দেশ দেয়। কর্মচারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, আদালত ৫০ শতাংশ দিয়ে দিতে বলেছিল, কিন্তু রাজ্যের আইনজীবী জানান তা দিতে হলে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে। এই রায়ের পর সামান্য হলেও কর্মচারীরা তাদের অধিকারের স্বীকৃতি পেলেন বলে তিনি মন্তব্য করেন।
সরকার পক্ষের আইনজীবী অভিষেক মনুসিংভি বলেন, ডিএ, সরকারি কর্মচারীদের সাংবিধানিক অধিকার নয়।সরকারি কর্মচারীদের আইনজীবী পাল্টা বলেন, মৌলিক অধিকার নয় ঠিকই কিন্তু সংবিধানের ৩০৯ নম্বর ধারার ভিত্তিতেই রোপা রুল তৈরি হয়েছিল। অর্থাৎ এর একটা সাংবিধানিক বৈধতা রয়েছে।
এখন বাস্তব পরিস্থিতি হল রাজ্যকে চার সপ্তাহের মধ্যে এই ২৫ শতাংশ হারে ডি এ,দিতে হবে। তাতে রাজ্যের কোষাগারের ওপর বড়সড় চাপ পড়বে বলেই মনে করা হচ্ছে। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন আদালতের নির্দেশের কপি হাতে আসেনি। নির্দেশ পড়ে সিদ্ধান্ত জানাবে সরকার।

