Published By Subrata Halder, 16 May 2025, 04:38 pm
বঙ্গবার্তা ব্যুরো,
বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে ভারত ও ফিলিপাইনসের দুই পর্বতারোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার হাইকিং কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। মৃত ভারতীয় পর্বতারোহী সুব্রত ঘোষ। বৃহস্পতিবার ৮ হাজার ৮৪৯ মিটার উচ্চতার শৃঙ্গে পৌঁছানোর পর হিলারি স্টেপের নিচে নামার সময় তাদের মৃত্যু হয়।
হিলারি স্টেপ ‘ডেথ জোন’ বা মৃত্যুমুখ অঞ্চল নামে পরিচিত, যা ৮ হাজার মিটার উচ্চতার সাউথ কোল এবং শৃঙ্গের মাঝখানে অবস্থিত। এই এলাকায় স্বাভাবিক অক্সিজেনের মাত্রা টিকে থাকার জন্য যথেষ্ট নয়।
তার মরদেহ বেস ক্যাম্পে আনার চেষ্টা চলছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।
ফিলিপাইনসের ৪৫ বছর বয়সী ফিলিপ সান্তিয়াগো বুধবার গভীর রাতে সাউথ কোলে মারা যান, যখন তিনি শৃঙ্গের দিকে উঠছিলেন। দুই পর্বতারোহীর মৃত্যুতে শোকস্তব্ধ পর্বতারোহীরা।

