Published By Subrata Halder, 28 May 2025, 08:15 p.m.
বঙ্গবার্তা ব্যুরো,
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু করে দিয়েছে দল। কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের অন্দরে আলোচনার বিষয় তার সাংগঠনিক রদবদল। মে মাসের মাঝামাঝি সময়ে জেলা সভাপতি বদলের পর এবার নজর ব্লক স্তরে। দলীয় সূত্র বলছে, ব্লক স্তরের নতুন সভাপতি তালিকা প্রায় চূড়ান্ত। যে কোনও দিন আনুষ্ঠানিক ঘোষণা হবে।
কয়েকদিন আগে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন আইপ্যাক কর্তা প্রতীক জৈন। পরদিন কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনা হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এই দুই গুরুত্বপূর্ণ বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যেই প্রকাশিত হয় জেলা সংগঠনের নতুন তালিকা।
এর ঠিক পরেই ইঙ্গিত মিলেছিল, পরবর্তী ধাপ হিসেবে এবার রদবদল হবে ব্লক স্তরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এই ইঙ্গিত দিয়েছিলেন। বুধবার নবান্নে আসেন, তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। বেশ কিছুক্ষণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত আলোচনার পর তিনি নবান্ন থেকে বেরিয়ে যান।
তৃণমূল সূত্রে জানা গেছে, আই প্যাক ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন ব্লকে মাটির কাছাকাছি থাকা নেতাদের নিয়ে সমীক্ষা চালিয়েছে। পাশাপাশি, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত বিধায়কের কাছ থেকে ব্লক সভাপতি পদে তিনটি করে নাম চেয়ে পাঠিয়েছিলেন। এই দুই জায়গা থেকে পাওয়া নাম মিলিয়ে নতুন তালিকা তৈরি করা হয়েছে এবং তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৌখিক অনুমোদনও মিলেছে।
মূলত লোকসভা নির্বাচনের পরেই এই রদবদল হওয়ার কথা ছিল। কিন্তু আরজি কর মামলার টানাপোড়েন ও দলের ভিতরে মতানৈক্যের কারণে কিছুটা দেরি হয়। এখন দ্রুত গতিতে তা বাস্তবায়িত করার প্রস্তুতি চলছে।
তবে যতদূর জানা যাচ্ছে,সাংগঠনিক রদ বদলের প্রক্রিয়ার এখানেই ইতি নয়। তৃণমূল কংগ্রেসের এক ঘনিষ্ঠ সূত্রের মতে, মহিলা সংগঠন বাদে বাকি সমস্ত প্রথম সারির সংগঠনের রদবদল হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও ইঙ্গিত দিয়েছিলেন, ছাত্র, যুব ও শ্রমিক সংগঠনেও রদবদল করবেন।

