Published by Subrata Halder, 11 June 2025, 04:22 p.m.
বঙ্গবার্তা ব্যুরো,
রাজ্য বিধানসভায় কেন্দ্রের বঞ্চনার অভিযোগে সরব হলেন সেচ ও জলপথ দফতরের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া। ভাঙন রোধ, জল প্রকল্প ও আন্তঃদেশীয় নদী সমস্যায় কেন্দ্রের আর্থিক সহায়তা না থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
মন্ত্রী বলেন, ২০২৪ সালের জুলাই মাসে রাজ্যের পাওনা আদায়ের লক্ষ্যে সমস্ত দলের এক প্রতিনিধি দল গঠনের প্রস্তাব থাকলেও সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি। গঙ্গা ও পদ্মা নদীর ভাঙন রোধে একাধিক প্রকল্প নেওয়া হলেও কেন্দ্র ২০১৩-১৪, ২০১৪-১৫ ও ২০১৫-১৬ অর্থবর্ষে কোনো অর্থ দেয়নি। উন্নয়ন কাজের জন্য আগের সরকার, ৭৫ ও ২৫ শতাংশ অনুপাতে অর্থ সাহায্য দিত। বর্তমান কেন্দ্রীয় সরকার প্রথমে তা ৫০:৫০, পরে ৬০:৪০ করেছে বলে দাবি করেন তিনি।
মন্ত্রী বলেন, ছটি স্কিমের জন্য ৪৪৪৯ কোটি টাকার পরিকল্পনা পাঠানো হলেও কেন্দ্র থেকে এখনও পর্যন্ত এক টাকাও আসেনি।
ঘাটাল মাস্টারপ্ল্যানে কেন্দ্রের তরফে সহযোগিতা না এলেও রাজ্য বাজেটে ১৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে, যার মধ্যে ৫০০ কোটি ইতিমধ্যেই দেওয়া হয়েছে এবং কাজ শুরু হয়েছে বলেও মন্ত্রী উল্লেখ করেন।
উত্তরবঙ্গের প্রসঙ্গে তিনি বলেন, ভুটান থেকে নেমে আসা ৭৬ টি নদীর জল উত্তরবঙ্গের জনজীবনে বিপর্যয় ডেকে আনছে। ইন্দো-ভুটান রিভার কমিশন না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
তবে সীমিত ক্ষমতার মধ্যেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকার সমস্যার সমাধানে সচেষ্ট বলে মন্তব্য করেন মন্ত্রী মানস ভুঁইয়া।

