সবুজ উইকেট চান না গম্ভীর, টিম কম্বিনেশন নিয়ে ভাবনায় কোচ

Published By Subrata Halder, 11 June 2025, 10:40 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। ২০ শে জুন থেকে শুরু হচ্ছে টেস্ট সিরিজ। প্রথম ম্যাচ হবে লিডসে। ইতিমধ্যেই ভারতীয় দল প্রস্তুতি শুরু করে দিয়েছে। লিডসের পিচ নিয়ে নিজের পছন্দের কথা জানিয়েছেন গৌতম গম্ভীর। ভালো পিচ চায় ভারত, এই নিয়ে গৌতম গম্ভীর এবং কোচিং স্টাফদের সঙ্গে আলোচনাও হয়েছে। ভারতীয় শিবিরের প্রত্যাশা ভালো পিচ। টপ কিংবা একেবারে ফ্ল্যাট পিচ নয়। টেস্ট সিরিজের জন্য যাতে সেরা প্রস্তুতি হয়, সেই বার্তাটাই দিয়েছেন কোচ।
এদিকে টিম কম্বিনেশন কেমন হবে তা নিয়ে চর্চা চলছে। সম্পূর্ণ ফিট নন মহম্মদ শামি। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে দলে রাখা হয়নি বাংলার এই পেস বোলারকে। জসপ্রীত বুমরার ফিটনেস নিয়েও সন্দেহ আছে। বর্ডার গাভাস্কার ট্রফিতে বুমরা একটি টেস্টে নেতৃত্বে দিয়েছিলেন। আবার শেষ টেস্টে অধিনায়ক হলেও চোটের জন্য খেলতে পারেননি।। পাঁচটি টেস্ট খেলার মতো ফিট নন বুমরা । বর্ডার গাভাস্কার ট্রফির সময় তার পিঠে চোট লেগেছিল। তাই তাকে সব ম্যাচ না খেলানোর পরামর্শ দিয়েছেন এনসিএ ফিটনেস বিশেষজ্ঞেরা।
সবচেয়ে বড় চ্যালেঞ্জ ব্যাটিং অর্ডার নতুনভাবে সাজানো। যশস্বী জয়সওয়ালের সঙ্গে কেএল রাহুল হয়তো ওপেন করবেন। বিরাট থাকলে শুভমান গিল তিন নম্বরে ব্যাটিং করেন ।গিল হয়তো বিরাটের জায়গায় অর্থাৎ চার নম্বর স্থানে যাবেন। সেক্ষেত্রে প্রশ্ন তিন নম্বরে কাকে ভাবছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এই ভূমিকায় নাম শোনা যাচ্ছে সাই সুদর্শনের।
২০ শে জুন হেডিংলেতে শুরু প্রথম টেস্ট। পরের চারটে টেস্ট হবে এজবাস্টন, লর্ডস, ম্যাঞ্চেস্টার ও ওভালে। ২০০৭ সালের পর থেকে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ় জিততে পারেনি ভারত।