Published by Subrata Halder, 13 June 2025, 02:28 p.m.
বঙ্গবার্তা ব্যুরো,
এয়ার ইন্ডিয়ার বিমান দূর্ঘটনায় নিহতদের প্রত্যেককে ১ কোটি টাকা অর্থ সাহায্য দেওয়া হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় টাটা গ্রুপের পক্ষ থেকে চেয়ারম্যান এন চন্দ্রশেখরন এই ঘোষণা করেন। দুর্ঘটনায় আহতদের চিকিৎসার পুরো ব্যয় বহন করবে টাটা গোষ্ঠী। ক্ষতিগ্রস্ত বি জে মেডিকেল কলেজের হোস্টেলটি নতুন করে নির্মাণেও সাহায্য দেবে টাটা গোষ্ঠী। সংস্থার চেয়ারম্যান
চন্দ্রশেখরন এক বিবৃতিতে বলেছেন, শোক প্রকাশের জন্য কোনো শব্দই এ মুহূর্তে যথেষ্ট নয়। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।
দীর্ঘ প্রায় ৭০ বছর সরকারি নিয়ন্ত্রণে থাকার পর ২০২২ সালে এয়ার ইন্ডিয়াকে টাটা গোষ্ঠীর হাতে তুলে দেয় কেন্দ্রীয় সরকার। ১৮ হাজার কোটি টাকায় এয়ার ইন্ডিয়ার মালিকানা ফেরত পায় টাটা গ্রুপ।

