রাজস্থানে আটক বাংলার কয়েকশো পরিযায়ী শ্রমিক, জট কাটাতে মুখ্যমন্ত্রীর নির্দেশ:

বঙ্গবার্তা ব্যুরো,
রাজস্থানে বাংলার পরিযায়ী শ্রমিকদের আটকে রাখা হয়েছে এই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাজ্য বিধানসভায় তিনি বলেন, বিজেপি শাসিত রাজ্যে এমন ঘটনা ঘটছে। মুখ্যসচিব মনোজ পন্থ কে এই সমস্যার সমাধানে রাজস্থান সরকারের সঙ্গে যোগাযোগ করে দ্রুত জটিলতা কাটানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় নিজের ঘরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, মধ্যপ্রদেশ সহ অন্যান্য একাধিক বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিক দের সঙ্গে বৈষম্য মূলক ব্যবহার করা হচ্ছে। বাংলাতে কথা বলছে এই কথা শোনার পর বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। পুশ ব্যাকের চেষ্টার খবর পাওয়া যাচ্ছে । মহারাষ্ট্রে এর আগে ওই ঘটনা ঘটেছে অভিযোগ করেন
মুখ্যমন্ত্রী।