বঙ্গবার্তা ব্যুরো,
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে সোনা পাচারের চেষ্টা বানচাল করে দিল সীমান্ত রক্ষী বাহিনী। সোনা পাচারের অভিযোগে এক চোরাকারবারীকে আটক করা হয়েছে। বিএসএফের দেওয়া তথ্য অনুসারে মঙ্গলবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে বিএসএফের ৬৭ নং ব্যাটালিয়নের জওয়ানরা গোপন সূত্রে লক্ষ্মীপুর সীমান্ত এলাকায় সোনা পাচারের বিষয়ে সূত্র মারফত আগাম খবর পায়।
এরপরেই সংশ্লিষ্ট সীমান্ত ফাঁড়ির বিএসএফের সব টহল এবং চেকপোস্ট গুলিকে সর্তক করা হয়। মঙ্গলবার সকাল ৮ টা নাগাদ লক্ষ্মীপুর গ্রাম থেকে একটি সন্দেহজনক মোটরসাইকেল আসতে দেখে বিএসএফের জওয়ানরা মোটরসাইকেলটিকে আটকায়। তল্লাশির সময় মোটরসাইকেলের সিট কভারের নিচে প্লাস্টিকের টেপে মোড়ানো দু’টি প্যাকেট দেখতে পান জওয়ানরা। পরীক্ষা করার পর প্যাকেট গুলোতে ১টি সোনার বাট এবং ১৬টি সোনার বিস্কুট পাওয়া যায়। মোটরসাইকেল এবং চোরাচালানকারীকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য লক্ষ্মীপুর সীমান্ত ফাঁড়িতে আনা হয়।
এসব সোনার বাট এবং বিস্কুট বাংলাদেশে থেকে ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল। আটক সোনার ওজন ২ কেজি ৪৫১ গ্ৰাম। যার বাজার মূল্য ২ কোটি ৪২ লাখ ৯৪ হাজার ৯৬০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরাচালানকারী স্বীকার করেছে যে, লক্ষ্মীপুর গ্রামের এক ব্যক্তির কাছ থেকে সোনা পেয়েছিল এবং বয়রা গ্রাম হয়ে বনগাঁ বাসস্ট্যান্ডে এক অজ্ঞাত ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিল। এই কাজের বিনিময়ে তাকে প্রতি কেজি সোনার জন্য ১ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

