ছবি- এআইএফএফ ফেসবুক পেজ
২০২৬ সালের এএফসি এশিয়ান কাপের যোগ্যতা-অর্জন পর্বে ভারতের জয়ের ধারা অব্যাহত। তৃতীয় ম্যাচে ইরাককে ৫-০ গোলে হারিয়ে দিল ভারতের মেয়েরা গ্রুপ ‘বি’-র শীর্ষস্থানটা আরও মজবুত করে নিল ভারতীয় মহিলা ব্রিগ্রেড। ম্যাচের শুরুতেই ভারতকে এগিয়ে দেন সঙ্গীতা বাসফোর। ৪৪ মিনিটে ভারতের লিড বাড়িয়ে দেন মনীষা কল্যাণ।৪৭ মিনিটেই তৃতীয় গোল করেন কার্তিকা অঙ্গমুথু।এরপর ভারতের হয়ে চার নম্বর গোলটি করেন নির্মলা। ৮০ মিনিটে পঞ্চম গোল করেন রত্নাবালা গ্রুপ লিগের শেষ ম্যাচের আগে ভারতের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নিল ভারত।
জয়ের ফলে আপাতত ২০২৬ সালের এএফসি এশিয়ান কাপের যোগ্যতা-অর্জন পর্বের গ্রুপ ‘বি’-তে শীর্ষস্থানে আছে ভারত। তিন ম্যাচে ভারতের ঝুলিতে আছে নয় পয়েন্ট। আগামী শনিবার থাইল্যান্ডের বিরুদ্ধে নামবেন মনীষারা।
ভারত ইতিমধ্যেই এএফসি মহিলা এশিয়ান কাপ ২০২৬ এবং ২০২৭ ব্রাজিল বিশ্বকাপ যোগ্যাতা অর্জন পর্বে ভালো পারফরম্যান্স করেছে। কিন্তু এখন সময় এসেছে এই ধারাবাহিকতা ধরে রাখার।দলগত পারফরম্যান্সে ভারত এখন পর্যন্ত একেবারে নিখুঁত ছন্দে রয়েছে। প্রথম ম্যাচে মঙ্গোলিয়াকে ১৩-০ ব্যবধানে বিধ্বস্ত করার পর দ্বিতীয় ম্যাচে তারা তিমুর-লেস্তেকে ৪-০ গোলে পরাজিত করেছে।
এদিকে ভারতীয় পুরুষ দলের কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল মানোলোকে।।
বুধবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের একজিকিউটিভ কমিটি মানোলোর সিদ্ধান্তকে মেনে নিলেন। মানোলো এবার এফসি গোয়ার কোচের দায়িত্বে থাকবেন। এবার নতুন কোচের জন্য বিজ্ঞাপন দেওয়া হবে।
এই আবহেই শোনা যাচ্ছে দেশের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন সঞ্জয় সেন। তাঁর হাত ধরেই মোহনবাগান আই লিগ জিতেছিল। বাংলাকে সন্তোষ ট্রফি এনে দিয়েছেন তিনি।

