:সত্যানুসরণ:
যা’তে হৃদয়ে দুর্ব্বলতা আসে, ভয় আসে তা’তেই আনন্দের খাকতি – আর তাই দু:খ।
অসৎ-এ আসক্তি থেকে ভয়, শোক ও দু:খ আসে। অসৎ পরিহার কর, সৎ এ আস্থাবান হও – ত্রাণ পাবে।
সঙ্কোচই দু:খ আর প্রসারণই সুখ। দু:খ কারু প্রকৃতিগত নয়কো — তাকে ইচ্ছা করলেই তাড়িয়ে দেওয়া যেতে পারে। কারু দু:খের কারণ হ’য়ো না – কেহ তোমার দু:খের কারণ হবে না।
যা’ ত্যাগ করতে হবে তা’র দিকে আকৃষ্ট বা আসক্ত হ’য়ো না। দু:খ হ’তে রক্ষা পাবে।
চাওয়াটা না পাওয়াই দু:খ। কিছু চেয়ো না, সব অবস্থায় রাজি থাক – দু:খ তোমার কি করবে?
পরমপিতার কাছে প্রার্থনা কর, “তোমার ইচ্ছাই মঙ্গল, আমি জানিনা কিসে আমার মঙ্গল হবে, আমার ভিতর তোমার ইচ্ছাই পূর্ণ হোক”, – আর তার জন্য তুমি রাজি থাক – আনন্দে থাকবে, দু:খ তোমাকে স্পর্শ করবে না।
দু:খও এক-রকম ভাব, সুখও এক-রকম ভাব। অভাবের বা চাওয়ার ভাবটাই দু:খ। তুমি জগতের হাজার করেও দু:খ নষ্ট করতে পারবে না, যতক্ষণ না – তুমি হৃদয়-থেকে ঐ অভাবের ভাবটা কেড়ে নিচ্ছ। আর ধর্ম্মই তা করতে পারে।

