গাড়ি বাড়ি কি! একটা পুরো দ্বীপই কিনে নিলেন বলিউড নায়িকা

বঙ্গবার্তা ব্যুরো,

ছবি: সংগৃহীত

বলিউডের নামী নায়িকারা বিলাসিতায় একে অপরকে টক্কর দেন। দামি গাড়ি, বিদেশি ভিলা, প্রাইভেট জেট থেকে শুরু করে কতো কিছুই না রয়েছে তাদের সংগ্রহে। কিন্তু তাই বলে একটা পুরো দ্বীপ ? হ্যাঁ বলিউডের অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ পুরো একটা দ্বীপ কিনে নিলেন।

শ্রীলঙ্কান এই লাস্যময়ী নায়িকা নিজের দেশেই ২০১২ সালে কিনেছেন চার একরের একটি ব্যক্তিগত দ্বীপ। এটি শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের কাছাকাছি অবস্থিত। দাম প্রায় ৬ লাখ মার্কিন ডলার। দ্বীপে বিলাসবহুল ভিলা তৈরির ইচ্ছা ছিল তার। তবে সেটি নিজের আরাম আয়েশের জন্য নাকি পর্যটকদের জন্য আইল্যান্ড রিসোর্ট খুলবেন সে রহস্য এখনও অজানা।

অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ

২০০৯ সালে আলাদিন দিয়ে বলিউডে পা রাখার পর মার্ডার ২, হাউসফুল সিরিজ, রেস ২ এর মতো হিট সিনেমায় নিজের অবস্থান পাকা করেন জ্যাকলিন। সবশেষে তাকে দেখা গেছে হাউসফুল ৫ ছবিতে। সেটিও দারুণ ব্যবসা করেছে।

অবশ্য পর্দার বাইরে কিছুটা ঝামেলাও পিছু নিয়েছে তার। ২০০ কোটি টাকার প্রতারণা মামলায় জড়িয়ে পড়েছেন জ্যাকলিন। তাকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারীরা।