বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি- সোশ্যাল মিডিয়া
ওভালে ম্যাচের সেরা হলেন মহম্মদ সিরাজ। বুমরাহহীন ভারতীয় বোলিংয়ে দিশা দেখালেন। ম্যাচ শেষে সিরাজ বলেন, শেষ বলের আগে কখনও হাল ছাড়ি না। ইংল্যান্ড ৩ উইকেটে ৩০০ রান করার পরও হারার কথা ভাবিনি। ইতিবাচক থাকতে চেয়েছি। এই জয় তারই ফল।
রবিবার ক্যাচ মিস করে ভিলেন হয়ে যান। ইংল্যান্ড ইনিংসের ৩৫ ওভারে সিরাজ যখন ক্যাচটা মিস করেন, সেইসময় ব্রুক ১৯ রানে ব্যাট করছিলেন। ভারতীয় সমর্থকরা মনে করছেন, ওই জায়গায় সিরাজ যদি ক্যাচটা ধরতে পারতেন, তাহলে ম্যাচের রাশ ভারতের হাতে আগেই চলে আসত। কথায় আছে ‘ক্যাচ মিস তো ম্যাচ মিস’।
,সিরাজ সেই প্রসঙ্গে বলেন, ইংল্যান্ড তখন টি-২০ ক্রিকেটের মেজাজে ব্যাট করছিল।
আমাদের লক্ষ্য ছিল বড় রান আটকানো। খেয়াল করিনি অতটা পিছিয়ে গিয়েছিলাম। ক্যাচ ধরার পরই বুঝেছিলাম দড়িতে পা ঠেকে গিয়েছে। ওই ঘটনা ম্যাচের রং বদলে দিয়েছিল। তবু আমরা কখনও হাল ছাড়িনি। তাই জয় এসেছে। ঈশ্বরকে ধন্যবাদ।
অথচ সর্বশেষ বোর্ডার–গাভাস্কার ট্রফির পর ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন সিরাজ। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের পর জায়গা হয়নি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দলেও। তবে সিরাজ দমে যাননি।
পাঁচ টেস্টের এই সিরিজে অনফিট বুমরাহকে দুটি ম্যাচে বিশ্রামে রেখেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যে দুই ম্যাচে বুমরা নেই, সেই দুটিতেই বল হাতে ঝলক দেখিয়েছেন সিরাজ। এজবাস্টনে ৭ উইকেট নিয়ে প্রথমবারের মতো ভারতকে এই মাঠে টেস্ট জয়ের স্বাদ পাইয়ে দিয়েছেন এই পেসার। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেট নিলেন মহম্মদ সিরাজ।

