বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি- সোশ্যাল মিডিয়া
স্বামী বিবেকানন্দের নামে ফুটবল টুর্নামেন্ট করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার শিকাগো শহরের কলম্বাস হলে বিশ্বধর্ম মহাসভার ঐতিহাসিক বক্তৃতা করেছিলেন যুগপুরুষ স্বামী বিবেকানন্দ। আগামী ১১ই সেপ্টেম্বর, স্বামীজির শিকাগো বক্তৃতার ১৩৩ বছর তেমই ১৩৩ বছরে পর্দাপণ করল আইএফএও।
আইএফএ-এর সঙ্গে যৌথ উদ্যোগে স্বামী বিবেকানন্দর নামে জেলা ক্লাব প্রতিযোগিতা করতে চলেছে রাজ্য ক্রীড়া দপ্তর। জেলার ফুটবলার তুলে আনতে এই সিদ্ধান্ত, জানালেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
প্রতিটি জেলার ৮ টি ক্লাব নিয়ে জেলাভিত্তিক প্রতিযোগিতা হবে। জেলা চ্যাম্পিয়নরা অন্য জেলা চ্যাম্পিয়নদের সঙ্গে খেলবে। তারপরে নির্ধারিত হবে রাজ্যের চ্যাম্পিয়ন জেলা ও রাজ্যের রানার্স জেলা।
ক্রীড়ামন্ত্রী বলেন, “২৩টা জেলাই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। প্রতিটি জেলায় ৮টি করে ক্লাবকে নিয়ে জেলাভিত্তিক প্রতিযোগিতা হবে। স্বামীজির প্রতি শ্রদ্ধা জানিয়ে শিকাগো বক্তৃতার ১৩৩ বছরের স্মরণে আমরা একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে চলেছি। এই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে স্বামী বিবেকানন্দ কাপ জেলা ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ।”
“স্বামী বিবেকানন্দ কাপ”- জেলা ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হবে ১১ সেপ্টেম্বর। মোট ম্যাচ হবে ৩৯০টি। প্রতিযোগিতার সূচনা হবে স্বামীজীর তৈরি বেলুড় মঠের নিজস্ব মাঠে। যে জেলার খেলোয়ার সেই জেলাতেই খেলতে পারবে। ফাইনাল হবে মার্চ ২০২৬ এ।সর্বমোট পুরস্কার মূল্য ৫০ লক্ষ টাকা। বৃহস্পতিবারের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহা, আই এফ এ-এর সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, সহ অন্যান্য আধিকারিকরা।

