বঙ্গবার্তা ব্যুরো,
গড়িয়ার অভিজাত আবাসনে ৭৯ বছরের বৃদ্ধা কে হাত পা বাঁধা মৃত অবস্থায় উদ্ধার করলো পুলিশ। গতকালের ওই ঘটনায় তদন্তে নেমে আয়া সেন্টার থেকে কাজে যোগ দেওয়া আশালতা সর্দার ও তার এক সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুমান বাড়িতে একা থাকা ওই মহিলার ছেলে ও মেয়ে থাকেন অন্য দেশে। এখানে মহিলাকে দেখার জন্য কাজের লোক রয়েছে। গতকাল ওই ঘটনার আগে বাড়ির সিসিটিভির যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়। কেটে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ। বাড়ির দীর্ঘদিনের কাজের মেয়ে এসে বৃদ্ধাকে হাত পা বাঁধা মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।
খুনের পিছনে ওই আয়া ও তার সঙ্গীর বৃদ্ধার সোনার গহনা ও নগদ হাতানোর পরিকল্পনা ছিল।
এর পিছনে আরো কেউ যুক্ত কিনা খতিয়ে দেখছে। বিদেশে থাকা ছেলে মেয়েরা মায়ের এই নৃশংস হত্যায় স্তম্ভিত। ওই আয়ার কঠোর শাস্তি দাবি করছেন।

