বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি- মোহনবাগান এসজি
সকালেই সরকারি ঘোষণা করেছিল মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। বিকেলই মেহতাব সিং সবুজ মেরুন জার্সি গায়ে মাঠে নামবেন। । দীর্ঘমেয়াদী চুক্তিতে মোহনবাগানে যোগ দিলেন মেহতাব সিং।
অনুশীলনে খোস মেজাজে দেখা গেল মেহতাব সিংকে। মেহতাব সিং গত মরশুমে মুম্বই সিটি-র হয়ে ২৬ ম্যাচ খেলেছিলেন। এমনকী, হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে একটি গোলও করেছিলেন তিনি। মেহতাব সিং টিম ইন্ডিয়ার জার্সিতে ইন্টার-কন্টিনেন্টাল কাপ, ট্রাই-নেশনস সিরিজ এবং সাফ চ্যাম্পিয়নশিপ জয় করেন। এবার মোহনবাগান র রক্ষণে নির্ভরতা দিতে তৈরি মেহতাব সিং।
মোহনবাগানে যোগ দিয়ে মেহতাব বলেছেন, ‘ভারতীয় ফুটবলের মোহনবাগানের সুনাম এবং সাফল্য প্রশ্নাতীত। কলকাতার আরও ক্লাবের প্রস্তাব ছিল। কিন্তু নিজেকে ফুটবলার হিসাবে আরও সমৃদ্ধ করার লক্ষ্যেই মোলিনার প্রশিক্ষণে খেলার সিদ্ধান্ত নিয়েছি। ভারতের সব ফুটবলারের স্বপ্ন থাকে মোহনবাগানে খেলার। আমারও ছিল। সেই স্বপ্ন সফল হল।’
মেহতাব বলেন, ‘মোহনবাগানে খেলার স্বপ্ন ভারতের সব ফুটবলারেরই থাকে। আমারও ছিল। সেই স্বপ্ন সফল হলো। আমার কাছে কলকাতার আরও ক্লাবের প্রস্তাব ছিল। কিন্তু মোলিনার টিমে খেলতে পারলে নিজেকে আরও প্রতিষ্ঠিত ও সমৃদ্ধ করতে পারব বলেই এখানে এসেছি।’
এদিকে, বিশ্বের অন্যতম বৃহত্তম ফুটবল অ্যানালিস্ট সংস্থা অপ্টার বিচারে দেশের ১ নম্বর ক্লাব মোহনবাগানের গ্লোবাল র্যা ঙ্কিং ১৭২৭। এশিয়ায় মধ্যে সবুজ-মেরুন রয়েছে ১৮৬ নম্বরে। এশিয়ার মধ্যে এফসি গোয়া রয়েছে ২০৪ নম্বরে। ইস্টবেঙ্গল রয়েছে এশিয়ায় ৪৫০ নম্বরে।

