কলকাতা প্রেস ক্লাবে চক্ষু পরীক্ষা শিবির

বঙ্গবার্তা ব্যুরো,

প্রগতিশীল রাষ্ট্রবাদী পত্রকার সঙ্ঘ ও প্রেম মিলন সংস্থার যৌথ উদ্যোগে কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। শিবিরের চোখ পরীক্ষা ছাড়াও ব্লাড প্রেসার ও ব্লাড সুগার টেস্ট করা ছাড়াও ইসিজি রিপোর্ট করা হয়।

আজকের শিবিরে ১২০ জন তাদের বিভিন্ন পরীক্ষা করান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলকাতা, চার্চ অফ নর্থ ইন্ডিয়া বা সিএনআই বিশপ পরিতোষ ক্যানিং, ড. রেণু সিং, শিল্পপতি কে ডি আগরওয়াল, চন্দ্রকান্ত শরাফ, কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ আবু সুফিয়ান, প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর প্রমুখ।

বিজেপি নেতা দিলীপ ঘোষ, অরুণ জ্যোতি ভিক্ষু, নাখোদা মসজিদের ইমাম সৈয়দ সফিক কাজমি ও সংস্থার সভাপতি নরেশ শ্রীবাস্তব ও অন্যান্য বিশিষ্টরাও উপস্থিত ছিলেন। প্রেসক্লাবের এই দায়বদ্ধ উদ্যোগের প্রশংসা করেন তারা।