বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি- সোশ্যাল মিডিয়া
দাপুটে পারফরম্যান্স করে ফের একবার ডুরান্ড কাপ জিতে নিল নর্থইস্ট। ফাইনালে ডায়মন্ডহারবার এসসিকে ৬-১ গোলে পরাজিত করল নর্থইস্ট।গত বছরই নিজেদের প্রথম খেতাব জিতেছিল নর্থইস্ট ইউনাইটেড।
৩০ মিনিটে আশির আখতারের গোলে এগিয়ে যায় নর্থইস্ট। এক্ষেত্রে ডায়মন্ড গোলরক্ষক মিরশাদকে দায়ী করা যায়। ৩৫ মিনিটে সুযোগ নষ্ট নর্থইস্টের। পার্থিব গোগোইয়ের শট দারুণভাবে বাঁচান মিরশাদ।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আলাদিনের থেকে পার্থিব গগৈ বল পান ও বক্সের বাঁদিক থেকে দুর্দান্ত শট নিয়ে গোল করেন।৫০ মিনিটে থই সিংয়ের গোলে এগিয়ে যায় নর্থইস্ট। আলাদিন ডান পায়ের ইনস্টেপে অনবদ্য বল বাড়ান থই সিংকে। অরক্ষিত অবস্থায় দাঁড়িয়ে থাকা থই সিং বল জালে জড়িয়ে দেন। ৬০ মিনিটে চার নম্বর গোলটি করলেন আলাদিন।
৬৮ মিনিটে কর্নার থেকে হেড করেছিলেন জবি। জটলার মধ্যে লুকার মুখে লেগে বল জালে জড়িয়ে যায়। ৮১ মিনিটে এল পঞ্চম গোল। নর্থইস্টের নতুন ফুটবলার জাইরো বুস্তারা প্রথম গোল করলেন।অতিরিক্ত সময়ে (৯০+৩) মিনিটে পেনাল্টি থেকে নর্থইস্টের পক্ষে ষষ্ঠ গোল করেন আলাদিন।
দলকে তাতাতে শনিবার যুবভারতীতে উপস্থিত ছিলেন জন আব্রাহাম। ২০২৫ ডুরান্ড কাপ জিতে আবেগে ভাসলেন নর্থইস্ট ইউনাইটেড কর্ণধার জন আব্রাহাম। ডুরান্ড কাপে সোনার বল ও সোনার বুট জিতে নিলেন নর্থইস্টের আলাদিন। সোনার গ্লাভস জিতলেন গুরমীত সিং। ম্যাচ শেষে প্রত্যেকের গায়ে দেখা গল চ্যাম্পিয়ন লেখা টি শার্ট।

