যুক্তরাষ্ট্রে ওপেনে আলকারাজের লুক নিয়ে তুমুল চর্চা, ভেনাসের স্বপ্নভঙ্গ

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর-

ছবি- সোশ্যাল মিডিয়া

জয় দিয়েই যুক্তরাষ্ট্রে ওপেনের যাত্রা শুরু করলেন কার্লোস আলকারাজ। কিন্তু সহজ জয়কে ছাপিয়ে
চর্চায় আলকারাজের লুক।বিশ্বের দুই নম্বর তারকা ম্যাচ জয় নয় বেশি আলোচনা হচ্ছে তাঁর ‘লুক’ নিয়ে।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে স্প্যানিশ তারকা যখন নামলেন, তখন তাঁকে চেনাই যাচ্ছিল না। মাথায় চুল নেই বললেই চলে।গত সপ্তাহে এমা রাদুকানুর সঙ্গে সিনসিনাটিতে মিক্সড ডাবলসে জয়লাভের পর আলকারাজ যখন নিউইয়র্কে পৌঁছন, তখন তাঁর মাথায় লম্বা চুল ছিল।কিন্তু মাথার চুল সম্পূর্ণ উড়িয়ে কোর্টে নামলেন স্প্যানিশ তারকা।

প্রথম রাউন্ডের ম্যাচে ওপেলকাকে স্ট্রেট সেটে (৬-৪, ৭-৫, ৬-৪) হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠলেন স্প্যানিশ টেনিস তারকা আলকারাজ জিতলেও তবে প্রত্যাবর্তনের ম্যাচে চমক দিতে পারলেন না ভেনাস উইলিয়ামস। তিন সেটের লড়াইয়ে (৩-৬, ৬-২, ১-৬) ক্যারোলিনা মুচোভার কাছে হারলেন তিনি।

এবারের ইউএস ওপেনে ওয়াইল্ড কার্ড হিসাবে সুযোগ পেয়েছিলেন ভেনাস। ফলে প্রথম রাউন্ডে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হয়েছে তাঁকে। মহিলাদের একাদশ বাছাই মুচোভার বিরুদ্ধে শুরুতেই পিছিয়ে পড়েন ভেনাস। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে প্রত্যাবর্তন করলেও হার এড়াতে পারলেন না।

ম্যাচের পর ভেনাস বলেন, “আমি বহু মানুষের কাছে কৃতজ্ঞ। অনেকে বলতে পারতেন, ‘তুমি বাড়াবাড়ি করছ। গত কয়েক বছরে তো বেশি ম্যাচ জেতোনি’। কিন্তু শরীর আমার সঙ্গ দিচ্ছিল না। তারপরও বহু মানুষ আমার পাশে থেকেছেন। এবার টেনিস বলে ফের আঘাত করতে পেরে খুব ভালো লাগছে।”