বঙ্গবার্তা ব্যুরো,
ছবি সোশ্যাল মিডিয়া
একটিও উন্মুক্ত শৌচালয় না থাকার কারণে কেন্দ্রীয় সরকার কলকাতা সহ রাজ্যের ৯৪ টি পুরসভাকে ওডিএফ প্লাস বা উন্মুক্ত শৌচমুক্ত পুরসভা হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের আওতায় সরকারের প্রতিনিধিরা সমীক্ষা চালিয়ে দেখেছেন, রাজ্যের ১২৮ টি পুরসভার মধ্যে ৯৪ টি তে কোনো খোলা শৌচালয় নেই।
কেন্দ্রের পক্ষ থেকে এই পুরসভাগুলিকে সাফল্যের শংসাপত্র দেওয়া হয়েছে। ওডিএফ প্লাস পেয়েছে আলিপুরদুয়ার ও বাঁকুড়া জেলার তিনটি, বীরভূম জেলার ছয়টি, কোচবিহারের পাঁচটি, দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিঙে একটি করে, হুগলি জেলায় ১০টি, হাওড়ায় দু’টি, জলপাইগুড়ি ও ঝাড়গ্রাম জেলায় একটি করে, মালদহে দুটি, মুর্শিদাবাদ জেলায় চারটি, নদীয়ায় আটটি, উত্তর ২৪ পরগনায় ২১ টি, পশ্চিম মেদিনীপুরে সাতটি, পূর্ব বর্ধমানে ৫ টি পূর্ব মেদিনীপুরে চারটি, দক্ষিণ ২৪ পরগনায় পাঁচ, উত্তর দিনাজপুরে চার, পুরুলিয়াতে একটি পুরসভা রয়েছে।
এছাড়াও, রাজ্যের সাতটি পুরসভা পেয়েছে ওডিএফ সম্মান। সেগুলি হল ফালাকাটা, দার্জিলিং, বালি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, উত্তর দমদম এবং ঝালদা। এ প্রসঙ্গে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, রাজ্য সরকার পরিবেশ সচেতনতাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বাকি পুরসভাগুলিকেও উমুক্ত শৌচমুক্ত করার বিষয়ে জোর দেওয়া হচ্ছে।

