বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি সোশ্যাল মিডিয়া
এএফসি মহিলা এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে জয় পেল ইস্টবেঙ্গলের মহিলা দল। কাম্বোডিয়ার ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচে কিটচির সঙ্গে ১-১ গোলে ড্র করল লাল হলুদের মহিলা ব্রিগেড। রবিবার এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি রাউন্ডের নির্ণায়ক ম্যাচেও বঙ্গতনয়া সঙ্গীতার গোলেই এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত ম্যাচ ড্র হলেও ইস্টবেঙ্গল পৌঁছে গেল মূলপর্বে।
কিন্তু দ্বিতীয়ার্ধে কিটচি সমতা ফেরায়। ৫৯ মিনিটে গোল করেন হো মুই মেই। শেষ পর্যন্ত ফলাফল ১-১।
অ্যান্থনির প্রত্যাশামতো জয় না পেলেও যোগ্যতাঅর্জন পর্বে গ্রুপ শীর্ষেই রইল তারা। ড্র করেও মূল পর্বে উঠল ইস্টবেঙ্গল।দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকে ইস্টবেঙ্গল এফসি এ.এফ.সি. ওমেন চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে অনেকটা সুবিধাজনক জায়গায় পৌঁছে গেলো। ইস্টবেঙ্গলের মহিলা দলের এই সাফল্যে খুশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বিশ্বমঞ্চে বাংলার নাম উজ্জ্বল করায় তাঁরা শুভেচ্ছা জানিয়েছেন ইস্টবেঙ্গল ক্লাব ও দলের মহিলা ফুটবলারদের।
এই ম্যাচের আগে ইস্টবেঙ্গলের মহিলা দল হারিয়েছিল নম পেন ক্রাউন এফসি-কে।ইন্ডিয়ান উওমেন্স লিগে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন পর্বে খেলার ছাড়পত্র পায় ইস্টবেঙ্গলের প্রমীলা-বাহিনী। তারই সদ্ব্যবহার করলেন লাল-হলুদের সোনার মেয়েরা। প্রথম হাফে খেলার ফল ছিল ইস্টবেঙ্গলের পক্ষে ১-০ ইস্টবেঙ্গলের পুরুষ ফুটবল দল ইদানীংকালে ব্যর্থ। সম্প্রতি ডুরান্ড কাপের সেমাফাইনাল থেকেও ছিটকে গিয়েছেন মিগুয়েল-রশিদরা। তবে মহি্লা ব্রিগেড আশার আলো দেখাচ্ছে।

