তিন রাজ্য ও এক কেন্দ্র শাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

বঙ্গবার্তা নিউজ ডেস্ক,

ছবি :সংগৃহীত

Published by -Jyotirmay Dutta: Posted January 28.01.2026 at 20:30pm


অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরিতে আসন্ন নির্বাচনের জন্য কেন্দ্রীয় অবজার্ভার নিয়োগ করল নির্বাচন কমিশন। প্রকাশিত তালিকায় পশ্চিমবঙ্গ থেকে মোট ২৫ জন সিনিয়র আধিকারিকের নাম রয়েছে। তাঁদের মধ্যে ১৫ জন আইএএস এবং ১০ জন আইপিএস আধিকারিক। তালিকায় রয়েছেন হাওড়া ও আসানসোলের পুলিশ কমিশনারও।

তবে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি চর্চা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের বর্তমান স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনার নাম ঘিরে। যে রাজ্যে নির্বাচন হতে চলেছে, সেই রাজ্যেরই স্বরাষ্ট্রসচিবের নাম কেন্দ্রীয় অবজার্ভার তালিকায় থাকায় প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। যদিও নির্বাচন কমিশন এখনও স্পষ্ট করে জানায়নি, জগদীশ প্রসাদ মীনাকে পশ্চিমবঙ্গের নির্বাচনে অবজার্ভারের দায়িত্ব দেওয়া হবে, না কি তাঁকে অন্য রাজ্যে পাঠানো হবে। সাধারণত কোনও কেন্দ্রীয় অবজার্ভারকে নিজের রাজ্যে দায়িত্ব দেওয়া হয় না বলেই প্রশাসনিক মহলের অভিমত। ফলে বিষয়টি নিয়ে আপাতত ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

এই তালিকা প্রকাশের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের ব্যাখ্যাও সামনে এসেছে। কমিশনের দাবি, কেন্দ্রীয় অবজার্ভার নিয়োগের জন্য রাজ্য সরকারের কাছে অন্তত পাঁচবার আধিকারিকদের নামের তালিকা চাওয়া হয়েছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্য সরকারের কাছ থেকে কোনও উত্তর না মেলায় কমিশন নিজেই অবজার্ভারদের তালিকা চূড়ান্ত করে তা প্রকাশ করেছে।

তালিকা প্রকাশের পাশাপাশি কমিশনের তরফে একটি বিস্তারিত নির্দেশিকাও জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, ব্যাচভিত্তিক তালিকাভুক্ত সমস্ত আইএএস ও আইপিএস আধিকারিকদের জন্য বাধ্যতামূলক ব্রিফিং বৈঠকের আয়োজন করা হয়েছে। নির্ধারিত দিন, সময় ও স্থানে সংশ্লিষ্ট আধিকারিকদের উপস্থিতি নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে।

নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে, ব্রিফিং বৈঠকে কোনও আধিকারিক অননুমোদিতভাবে অনুপস্থিত থাকলে তা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করবে নির্বাচন কমিশন। এমন ক্ষেত্রে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি।

এসআইআর প্রক্রিয়া ও আসন্ন নির্বাচনকে ঘিরে রাজ্য ও নির্বাচন কমিশনের মধ্যে টানাপড়েনের আবহে এই কেন্দ্রীয় অবজার্ভার তালিকা প্রকাশ প্রশাসনিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।