কিছুদিন আগেই মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কলকাতায় পুকুর ভরাট নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। পুকুর ভরাটের ফলে একদিকে যেমন নিকাশি ব্যবস্থা ভেঙে পড়বে তেমনই জলকষ্টও দেখা দিতে পারে বলে আশঙ্কা করেছিলেন শোভনদেব। যারা পুকুর ভরাট করবে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার কথাও বলেছিলেন তিনি। এবার পুকুর ভরাটের অভিযোগ উঠল এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। কলকাতা পুরসভার ১ নম্বর ওয়ার্ডে সংস্কারের নামে একটি পুকুর বোজানো হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীদের। কাশীপুরের সৎচাষী পাড়ার রেলিং পুকুর নামে একটি পুকুর ভরাট করা হচ্ছে। ওই ওয়ার্ডের কাউন্সিলর কার্তিক মান্না। তৃণমূল কাউন্সিলর কার্তিকের বিরুদ্ধে এবার পুকুর ভরাটের অভিযোগ উঠেছে। কার্তিক অবশ্য পুকুর বোজানোর অভিযোগ খারিজ করে দিয়েছেন। তাঁর দাবি, পুকুরটির চারপাশে দীর্ঘদিন ধরে আবর্জনা জমে সেখানে মশা, মাছি,ইঁদুরের উপদ্রব বাড়ছিল। তাই ওই আবর্জনা অন্যত্র সরানো হচ্ছিল। এলাকার কিছু মানুষ আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলছেন। আমি যতদিন এই এলাকায় থাকবো ততদিন কোনও পুকুরই ভরাট হবে না বলে দাবি করেছেন তৃণমূল কাউন্সিলর কার্তিক।
কাশীপুর অঞ্চলে কলকাতা পুরসভার চিহ্নিত জলাশয়গুলির অন্যতম হল এই রোলিং পুকুর। এলাকাবাসীর অভিযোগ, ধারাবাহিক ভাবে ওই পুকুরের আশেপাশে আবর্জনা ফেলা হচ্ছে। যার জেরে কমছে পুকুরের আয়তন। বছর দশেক আগেও তার যে মাপ ছিল, এখন তা আর নেই। আবর্জনা জমে পুকুরের একাংশ ফাঁকা জমিতে পরিণত হয়েছে। এলাকাবাসীদের অভিযোগ, এভাবে পুকুর ভরাটের ফলে ওই এলাকায় নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে। তাই প্রশাসন যাতে গুরুত্ব সহকারে বিষয়টি দেখে তারও আবেদন করেন তাঁরা।