পর্ণা আউট, জায়গা নেই সেরা দশে

TRP rankings in Bengali television

প্রতিনিধি, বঙ্গবার্তাঃ সেরা দশে জায়গাই পেলনা টিম ‘নিম ফুলের মধু’ ।বাংলা সিরিয়াল নির্মাতা এবং কলা-কুশলীদের কাছে এই টি আর পি, বা টেলিভিশন রেটিং পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। সবাই তাকিয়ে থাকেন এই সাপ্তাহিক ফলাফলের দিকে। তার ওপরই নির্ভর করে কোন সিরিয়ালের মেয়াদ কতদিন, এবং তার বাণিজ্যিক লাভ-লোকসান। সব সিরিয়াল নির্মাতারাই চান যেন সেরা দশের তালিকায় নাম থাকে।


দীর্ঘদিন ধরে পর্ণা অর্থাৎ ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের মূল চরিত্র টি আর পি তালিকার প্রথম স্থান দখল করেছিল। পরে অবশ্য সে জায়গা হারাতে হয়। ক্রমশ পিছিয়ে পড়তে পড়তে এবার একেবারে সেরা দশেও জায়গা পেল না ‘নিম ফুলের মধু’। দেখা যাচ্ছে পুরনো সিরিয়ালের মধ্যে জগদ্ধাত্রীই লড়াই করে সেরা দশে নিজের জায়গা ধরে রাখতে পেরেছে। এ সপ্তাহে তার জায়গা তিন নম্বরে।


প্রথম স্থান গতবারের মত পরিণীতা, দ্বিতয় ‘ফুলকি’। টি আর পি তালিকায় এবার অনেকটাই পিছিয়ে পড়েছে গীতা এল এল বি। তার জায়গা হয়েছে চার নম্বরে। ‘কোন গোপনে মন ভেসেছে’আবারও পিছিয়ে জায়গা পেয়েছে পঞ্চম স্থানে। ছয়ে রয়েছে ‘কথা’। সাতে ‘রাঙামতি তীরন্দাজ’, আটে ‘উড়ান’।নয় এবং দশ নম্বরে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ এবং শুভ ‘বিবাহ’।


নতুন শুরু হওয়া সিরিয়াগুলি সেরা দশের তালিকায় জায়গা পেলেও, কিছু সিরিয়াল আবার তালিকা থেকে ছিটকেও যাচ্ছে। বহু সাড়া জাগিয়ে শুরু হওয়া ‘মিত্তির বাড়ি’। সেরার তালিকায় এলেও আবার জায়গা হারিয়েছে। আসলে বাংলা সিরিয়ালের গল্পে এক ঘটনাই ঘুরে ফিরে আসে বলে দর্শকদের একাংশের অভিযোগ। ফলে সেই সব সিরিয়ালের প্রতি আগ্রহ হারাচ্ছেন দর্শকরা।