বঙ্গবার্তা ব্যুরো,
ওয়াকফ বিলের যৌথ সংসদীয় কমিটি থেকে সাসপেন্ড ১০ বিরোধী সাংসদ।ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠকে মতপার্থক্যের জেরে জোর বিবাদ বাধে শাসক এবং বিরোধী সাংসদদের মধ্যে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে মার্শাল পর্যন্ত ডাকতে হয়। জানা গিয়েছে, এদিন ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠকে জেপিসির বৈঠক ও জেপিসির কাজ প্রসঙ্গে আপত্তি তোলা হয়।
বিরোধী সাংসদদের অভিযোগ, সংসদীয় কমিটির বৈঠকে কোনও রীতি-নীতি মানা হচ্ছে না। সরকার আগে থেকেই নিজের অবস্থান ঠিক করে আসছে। পাশাপাশি কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পালের বিরুদ্ধে এই বিল নিয়ে তাড়াহুড়ো করার অভিযোগ তুলে লাগাতার বিক্ষোভ দেখায় বিরোধী শিবির।তার জেরে তৃণমূল কংগ্রেস নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ মোট ১০ সাংসদকে একদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে।
সাসপেনশনের প্রস্তাব উত্থাপন করেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে যা কমিটিতে গৃহীত হয়। বিজেপির সাংসদ অপরাজিত সারঙ্গী অভিযোগ করেন, বিরোধী সাংসদরা যে আচরণ করেছেন, তা ‘ন্যক্কারজনক’। সাসপেন্ড হওয়া সাংসদদের তালিকায় রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এ রাজা, মহম্মদ জাওয়েইদ, আসাদউদ্দিন ওয়াইসি, নাসির হুসেইন, মোহিবুল্লাহ, এম আবদুল্লাহ, অরভিন্দ সাওয়ান্ত, নাদিমুল হক ও ইমরান মাসুদ।