কেজরিওয়ালকে পাঞ্জাব পুলিশের নিরাপত্তা প্রত্যাহার

Kejriwal's Security Withdrawal Sparks Political Controversy

বঙ্গবার্তা ব্যুরো,

দিল্লি নির্বাচনের দু সপ্তাহ আগে দিল্লীর প্রাক্তন মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিশেষ নিরাপত্তা তুলে নিল স্বরাষ্ট্রমন্ত্রক। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দিন্নি বিধানসভা নির্বাচন ৫ ফেব্রুয়ারি। তার আগে এই সিদ্ধান্তে চাপান-উতোর শুরু হয়ছে আপ এবং বিজেপির মধ্যে।


দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নিরাপত্তার দায়িত্বে রয়েছে অমিত শাহের নিয়ন্ত্রণে থাকা দিল্লি পুলিশ। এর পাশাপাশি পঞ্জাব পুলিশও তাঁকে নিরাপত্তা দিয়ে থাকে। এই ব্যবস্থাই এতদিন চলছিল। দিল্লি পুলিশের এক অভিযোগের ভিত্তিতে বিষয়টি অন্যদিকে মোড় নেয়। সম্প্রতি তারা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানায়, পঞ্জাব পুলিশের কাজের জন্য তাদের অসুবিধা হছে। কেজরিওয়ালের নিরাপত্তার কাজ বিঘ্নিত হচ্ছে। দিল্লি পুলিশ এই অভিযোগ জানানোর পরেই তড়িঘড়ি পঞ্জাব পুলিশ জানিয়ে দেয় তারা অরবিন্দ কেজরিওয়ালের নিরাপত্তা তুলে নিচ্ছে।


আপের অভিযোগ, অমিত শাহের পুলিশ চাপ দিয়ে পঞ্জাব পুলিশকে নিরাপত্তা তুলে নিতে বাধ্য করেছে। দিল্লি নির্বাচনের প্রচারে গিয়ে হামলার মুখেও পড়তে হয়েছে কেজরিওয়ালকে। আপের অভিযোগ এই হামলার পিছনে বিজেপির হাত রয়েছে। এই পরিস্থিতিতে, আপের প্রধান মুখ কেজরির নিরাপত্তা কমে যাওয়ায় তাঁর গতিবিধি কমে যেতে পারে বলে আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল।