নিরাপত্তায় কেন গুজরাত পুলিশ প্রশ্ন কেজরিওয়ালের

Arvind Kejriwal

বঙ্গবার্তা ব্যুরো,
আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালের নিরাপত্তা নিয়ে বিতর্ক চলছেই। দিল্লি নির্বাচনের আগে নিজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার পঞ্জাব পুলিশ তাঁর নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছিল। এরপরেই তার নিরাপত্তায় গুজরাত পুলিশ কেন এই প্রশ্ন তোলেন কেজরিওয়াল।
কেজরিওয়ালের জবাব দিতে দেরি করেনি বিজেপি। গুজরাতের স্বরাষ্ট্র মন্ত্রী হর্ষ সংভির কটাক্ষ, উনি নির্বাচন কমিশনের নিয়ম-কানুন জানেন না। কমিশন সব রাজ্য থেকেই পুলিশ চেয়েছে। অথচ কেজরিওয়াল শুধু গুজরাতের নামই উল্লেখ করেছেন। এর পিছন কী কোনও উদ্দেশ্য আছে? তিনি জানান, নির্বাচন কমিশনের অনুরোধেই আট কোম্পানি এস আর পি বাহিনী পাঠানো হয়েছে।
দিল্লি নির্বাচনের আগে কেজরিওয়ালের নিরাপত্তা একটা ইস্যু হয়ে উঠেছে। দিল্লি পুলিশ প্রথমে নির্বাচন কমিশনে এই নিয়ে অভিযোগ করে। তারা কমিশনকে জানায়, কেজরিওয়ালকে তাদের পাশাপাশি পঞ্জাব পুলিশও নিরাপত্তা দেয়। এর ফলে নিরাপত্তার কাজে সমন্বয়ের অভাব হচ্ছে। এই অভিযোগের কথা জানার পরেই তড়িঘড়ি পঞ্জাব পুলিশ আপ প্রধানের নিরাপত্তা তুলে নেয়।
পঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদব অবশ্য জানিয়েছেন, তাঁরা মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং অরবিন্দ কেজরিওয়ালের নিরাপত্তা নিয়ে চিন্তিত। কেজরিওয়ালের নিরাপত্তা তুলে নেওয়া হলেও সে দিকে তাঁদের নজর থাকবে ।
এর আগে আম আদমি পার্টির পক্ষ থেকে অভিযোগ করা হয়, কেজরিওয়ালকে খুনের চেষ্টা হচ্ছে।এই অভিযোগের পিছনে ভোট প্রচারে কেজরির ওপর হামলার ঘটনাকেই তাঁরা তুলে ধরেন। রাজনৈতিক মহলের মতে কেজরিওয়ালের নিরাপত্তার বিষয়কে ইস্যু করে আপ ভোটে সহানুভূতি কুড়োতে চাইছে।যদিও কেজরিওয়ালকে খুনের চেষ্টার অভিযোগ নিয়ে আপও আর বিশেষ কিছু পদক্ষেপ করছে না।