দুঃসাহসের অভিযান ৩ বাঙালির

বঙ্গবার্তা ব্যুরো,

দক্ষিণ আমেরিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট একোনকাগুয়া যার উচ্চতা ৬৯৬১ মিটার, জয় করলেন রাজ্যের তিনজন পর্বতারোহী। হাওড়ার জগবন্ধু সাতরা, ঘাটালের আবির হুদায়িত ও নৈহাটির চিরাগ চ্যাটার্জি।গত ৬ই জানুয়ারী আর্জেন্টিনার উদ্যেশ্যে রওনা দিয়েছিলেন এই তিন পর্বতারোহী। ১২ জানুয়ারী থেকে শুরু হয় অভিযান। ১৩ই জানুয়ারী আঠারো কিলোমিটার পথ অতিক্রম করে বেস ক্যাম্পে পৌঁছয়। খারাপ আবহাওয়ার কারণে তারা অভিযানে বাধার সম্মুখীন হয়।

কিছুদিন অপেক্ষা করতে হয় বেসক্যাম্পে।এরপর ক্যাম্প ১,ক্যাম্প ২ অতিক্রম করে ২২ শে জানুয়ারী সামিটের জন্য ভোর চারটায় রওনা দেন। সব প্রতিকূলতা পেরিয়ে দুপুর সাড়ে বারোটায় তার শৃঙ্গ জয় করেন।ফেরার পথে প্রবল তুষার ঝড়ের সম্মুখীন হতে হয় তাদের। যদিও সুস্থভাবে বেস ক্যাম্পে ফিরে আসেন সকলে। জানান স্বপ্ন সাতটি মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বত শৃঙ্গ জয় করা। প্রথমে আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারো দিয়ে শুরু।এটা ছিলো দ্বিতীয় অভিযান। বাড়ি ফিরে পরবর্তী শৃঙ্গ জয়ের পরিকল্পনা করবেন।
দুঃসাহসের অভিযান জিতে তৃপ্তির আনন্দ তিন বাঙালীর।