বঙ্গবার্তা ব্যুরো,
পঞ্জাবের নম্বরপ্লেটযুক্ত একটি গাড়ি থেকে ৮ লক্ষ টাকা, মদের বোতল এবং আম আদমি পার্টির প্রচার পত্র উদ্ধার হওয়ায় শাসকদল আম আদমি পার্টি বেজায় অস্বস্তিতে। ঘটনাটি ঘটেছে দিল্লির পঞ্জাব ভবনের কাছে, এবং গাড়িটিতে পঞ্জাব সরকারের অফিসিয়াল স্টিকার লাগানো থাকলেও পঞ্জাবের আম আদমি পার্টি সরকার দাবি করেছে যে গাড়িটি তাদের নয় এবং স্টিকারটি ভুয়ো। যদিও দিল্লি বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই ঘটনা রাজনৈতিক মহলে আলোড়ন ফেলেছে।
এই ঘটনায় বেশ কয়েকটি প্রশ্ন উঠেছে। যেমন নির্বাচনের আগে এত বিপুল পরিমাণ টাকা এবং মদ কী উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল? এটি কি ভোটারদের প্রভাবিত করার জন্য কোনো অপপ্রচার বা প্রলোভনের অংশ ছিল? পাশাপাশি গাড়ি থেকে আম আদমি পার্টির প্রচার পত্র উদ্ধার হওয়ায় এই ঘটনায় আপের যোগ থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও আপ এই ঘটনায় তাদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে।পঞ্জাব সরকার দাবি করেছে যে গাড়িটি এবং স্টিকার ভুয়ো। তবে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এবং স্টিকারের সত্যতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।
দিল্লি পুলিশ ইতিমধ্যে ঘটনাটি তদন্ত শুরু করেছে এবং উদ্ধার করা টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। মদের বোতলগুলির স্টিকার থেকে জানা গেছে যে সেগুলি পঞ্জাব থেকে আনা হয়েছিল। তবে এই মদ এবং টাকা কী উদ্দেশ্যে ব্যবহার করা হত, তা এখনও স্পষ্ট নয়।
ভোটের আগেই উদ্ধার আপের প্রচারপত্র সহ বিপুল নগদ, চক্রান্তের দাবি কেজরির
![](https://bangobarta.com/wp-content/uploads/2025/01/WhatsApp-Image-2025-01-30-at-4.17.52-PM.jpeg)