ক্রিকেট থেকে অবসর ঋদ্ধিমানের

Riddhiman Saha Retires from Cricket

বঙ্গবার্তা ব্যুরো,
জীবনের শেষ ম্যাচ জিতে প্রিয় ক্রিকেটকে চির বিদায় জানালেন ঋদ্ধিমান সাহা। ইডেনে পঞ্জাবকে ইনিংস ও ১৩ রানে হারায় বাংলা। ম্যাচ শেষে সতীর্থদের কাঁধে চেপে মাঠ থেকে বেরন ঋদ্ধি।
এদিন ম্যাচ শেষে অভিষেক পোড়েল এবং সুদীপ্ত প্রামাণিক কাঁধে তুলে নেন উইকেটকিপার ব্যাটার ঋদ্ধিমানকে। ঋদ্ধিও হাসি মুখে মাঠ ছাড়েন।ঋদ্ধি বলেন, অনেক পথ পেরিয়ে এলাম। খেলোয়াড়ের ইনিংস শেষ, এবার দ্বিতীয় ইনিংস শুরু করব। পরিবারকে আরও বেশি করে সময় দেব।
ঋদ্ধির ক্রিকেট জীবনের কথা উল্লেখ করেন কোচ লক্ষীরতন শুক্লা। তিনি একসময় তাঁর সঙ্গে খেলেছেন।তিনি বলেন, ঋদ্ধি সব সময় দলের স্বার্থকেই আগে রেখেছে। দলের কথা ভেবে খেলেছে। নতুন খেলোয়াড়দের সাহায্য করেছে। দেশের হয়ে খেলার সময়ও বাংলার হয়ে খেলার সময় বার করে নিয়েছে।ওর এই দায়বদ্ধতা দেখে আজকের খেলোয়াড়দের শেখা উচিত। কেরিয়ারের শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম থেকে গেল, যা মোটেই সহজ কাজ নয়। ঋদ্ধির ভবিষ্যত জীবনের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন বাংলার কোচ।
বাংলার অধিনায়ক অনুষ্টুপ মজুমদা্রও দীর্ঘদিন ঋদ্ধির সঙ্গে খেলেছেন। তিনি বলেন উইকেটের পিছনে অনেক অসাধারণ ক্যাচ নিয়েছে ঋদ্ধি। ওর সঙ্গে বহু ভাল মুহূর্ত কাটিয়েছি। সে সব মনে থেকে যাবে।